সোজা কথা ডেস্ক রিপোর্ট: করোনাকালে প্রবাসের ঈদ শীর্ষক সোজা কথা ডটকম-এর লাইভ ২৪ অনুষ্ঠিত হয় ৩১ জুলাই শুক্রবার লন্ডন সময় বিকাল ৫টায়, বাংলাদেশ সময় রাত ১০টা, জোহানেসবার্গ সন্ধ্যা ৬টা, কাতার সময় সন্ধ্যা ৭টা, পর্তুগাল সময় বিকাল ৫টা এবং কানাডা সময় দুপুর ১২টায়। সভায় অতিথি ছিলেন শরীফ আহমেদ বিশিষ্ট ছড়াকার (কানাডা), গোলাম মাওলা হাজারী,বাংলা ভিশন মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি( কাতার), শাহ আলম কাজল প্রেসিডেন্ট, বাংলাদেশ কমিউনিটি অব পর্তু এবং মেম্বার পর্তু সিটি সোশ্যালিস্ট পার্টি (পর্তুগাল) এবং নোমান মাহমুদ
সিইও, শাপলা টিভি (দক্ষিণ আফ্রিকা)। এছাড়া অনিবার্য কারণে নির্ধারিত অতিথি হাজী আনোয়ার হোসেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী (নিউইয়র্ক), এডভোকেট এনাম আসগর নিউ ক্যাসেল (ইউকে) এবং নুরুজ্জামান খান রিপন
সভাপতি, বাংলা প্রেস ক্লাব (ইতালী) লাইভে যুক্ত হতে পারেননি। লন্ডন থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন
মানবাধিকার কর্মী ও আইনজীবী, সোজা কথা ডটকম সম্পাদক এডভোকেট শাহ আলম ফারুক।
অনুষ্ঠানটির লাইভে মতামত দিয়ে একে প্রাণবন্ত রাখতে সহায়তা করেন সাবেক ছাত্রনেতা মাইনুর রহমান ও জনাব মোহাম্মদ মামুন। পুরো অনুষ্ঠানটি ইউটিউবের এই লিংকে দেখা যাবে। পাশাপাশি দেখা যাচ্ছে সোজা কথা ডটকম-এর ফেইসবুক পেজে।