নিউইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকন: নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় গত ১৮ আগষ্ট মঙ্গলবার ভোররাতে বাংলাদেশী দুই ভাইসহ তিনজন নিহত এবং অপর এক ভাইসহ দু’জন আহত হয়েছেন। পরিবারসহ পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেল (৩০) চালানো গাড়ির সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ এর প্রচার সম্পাদক রাসেল দূর্ঘটনাস্হলেই মারা যান। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয় (২৪) এরও মৃত্যু হয় দূর্ঘটনাস্হলেই।

অপর ভাই আনিসুল হক আপেল (১৭) এবং তাদের সাথে থাকা শিহাবকে নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ উল্লেখ করেছে। ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও অকুস্থলেই মারা গেছেন। তিনি ওহাইও’র বাসিন্দা।
নিহতরা নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাবা ময়মনসিংহের নান্দাইল উপজেলার সন্তান এবং নিউইয়র্কে বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা। সিরাজুল ইসলাম ভূইয়া জানান, কদিন থেকেই ওরা বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত দেখতে যাবার বায়না ধরেছিল। সেজন্যেই সেখানে গিয়েছিল। গভীর রাতে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হলো, যে জন্যে ওরা দায়ী নয়।
তিনি যোগ করেন- টহল পুলিশ আমাকে টেলিফোনে জানায় যে, ভুলপথে আসা গাড়ির ড্রাইভার এজন্যে দায়ী।
লাশ ময়না তদন্তের পর নিউইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল ইসলাম।
এ দুর্ঘটনায় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন আমেরিকায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরমধ্যে রয়েছেন মুলধারার রাজনীতিক কাউন্সিলম্যান ড.নুর উন নবী, ময়মনসিংহ বিভাগীয় সমিতি অব আমেরিকার সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেস্টা শরাফ সরকার, মোর্শেদা জামান, হুমায়ূন কবীর খান, মাহবুবুল খসরু, মুন্জুরুল হক তুশার, ফরিদ আহমেদ, মৌলানা বারী, বেলাল আহমেদ, খালেকুজ্জামান সুমন, সাইফুল ইসলাম মনির, সারোয়ার জাহান চন্দন, আব্দুল্লাহ আল মুরাদ, খাদিজা মিতু, এমজি মোস্তফা প্রমুখ।
এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় তারুন্য ইউএসএ ইনক, বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ ইনক, ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ, ময়মনসিংহ এব্রড ইউএসএ, শেরপুর জেলা সমিতি ইউএসএ, কিশোরগঞ্জ সমিতি যুক্তরাষ্ট্র ও জামালপুর জেলা সমিতি ইউএসএ এই দুই সহোদরের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে ।
এদিকে দুর্ঘটনায় গভীর উদ্বেগ এবং নিহতদের জন্যে শোক জানিয়েছেন নিউইয়র্কে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ছাত্রনেতা মোজাম্মেল হক রাসেলসহ অন্যান্যদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বিশেষ শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানায়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ স্হানীয় জ্যাকসন হাইটসে এদিন সন্ধ্যায় এক শোক সমাবেশ করে। সকল নেতৃবৃন্দ রাসেল ও তার ভাইসহ সবার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে বিবৃতিদাতারা হলেন মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোহাম্মদ আলী সিদ্দিকী, এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, শরীফ কামরুল আলম হিরা, এমএ করিম জাহাংগীর, মুক্তিযোদ্ধা মোঃ ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী , মোহাম্মদ ইলিয়ার রহমান, অধ্যাপিকা শাহনাজ মমতাজ, সুবল দেবনাথ, রুমানা আখতার,ইঞ্জি:মিজানুল হাসান, মনজুর চৌধূরী, আখতার হোসেন, শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, হুমায়ুন কবির, মিজানুর চৌধূরী, শাহিদুল ইসলাম, ফিরোজ মাহমুদ, রমেশ নাথ, মেজবাহ আহমেদ, ফরিদ আলম, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, আশাফ মাসুক, জাকির হোসেন হিরু ভূইয়া, আশরাফ উদ্দিন ,ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া,বিশ্বজিৎ সাহা, নাসিম পারভীন পারু, মোল্লা মাসুদ, ইঞ্জি:হাসান, দেলোয়ার মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার, রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বকস, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, ছাদেকুল বদরুজজামান পান্না প্রমুখ।