কালচারাল ডেস্ক:
করোনাভাইরাসের আতংকে পুরো বিশ্ব। বিশ্বের কোটি কোটি মানুষ কোয়ারেন্টাইনে। বাংলাদেশের মানুষও এর ব্যতিক্রম নয়। করোনার প্রার্দুভাব ঠেকাতে সরকারী সাধারণ ছুটি চলছে। বলা যায় এই ভাইরাসের কারণে দেশে সবকিছুই লকডাউনে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ জেসিয়া ইসলাম, দন্তচিকিৎসক ও মডেল ডা. নাইলা নাঈম এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথম রানার আপখ্যাত মডেল ও চিকিৎসক ডা. ফাতিহা খুলদ মিয়ামি।
দেশের স্বাস্থ্য, লাইফস্টাইল ও চিকিৎসাবিষয়ক একমাত্র মাল্টিমিডিয়া পোর্টাল স্বাস্থ্য.টিভির লাইভ শোতে মিস বাংলাদেশ FOBI ফাতিহা খুলদ মিয়ামির উপস্থাপনায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ জেসিয়া ইসলাম, দন্তচিকিৎসক ও মডেল ডা. নাইলা নাঈম কথা বলবেন বর্তমান করোনা পরিস্থিতিতে কি করছেন। এই মুহুর্তে কি করছেন এবং করোনা পরবর্তী পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলবেন এই তিন মডেল তারকা। অনুষ্ঠানটি আজ মঙ্গলবার রাত ১০টায় স্বাস্থ্য.টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ প্রচারিত হবে।
উল্লেখ্য, ফাতিহা খুলদ মিয়ামি পেশায় একজন ডাক্তার।