বোলসোনারো জানালেন, তাঁর শরীরে করোনার উপসর্গ বলতে জ্বর ও কফ রয়েছে। তবে এমআরআই পরীক্ষায় ফুসফুসের অবস্থা ভালো দেখা গেছে। এর আগে বোলসোনারোর স্ত্রীর দাদি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রেসিডেন্ট বোলসোনারো তিন দিন আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টড চ্যাপম্যানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছিলেন। স্বাধীনতা দিবস উদযাপনের ওই আয়োজনে ব্রাজিলের মন্ত্রিসভার সদস্যরাও যোগ দেন। সবাই মাস্ক ছাড়া ছবিও তোলেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী প্রেসিডেন্ট বোলসোনারো গত শনিবার থেকে ক্লান্তিবোধ করছিলেন। সোমবার সন্ধ্যায় উপসর্গ দেখা দিতে শুরু করে এরপর তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হয়।
গত মার্চে ব্রাজিলে প্রথম করোনার রোগী শনাক্ত হয়। কিন্তু প্রেসিডেন্ট এ সংক্রমণ প্রক্রিয়াকে একদম উড়িয়ে দেন এবং তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগদান অব্যাহত রাখেন। এসব জনসমাগমে যোগদানের সময় কখনো তাঁকে ভুল পদ্ধতিতে মাস্ক পরতে দেখা যায় আবার কখনো তিনি মাস্ক ব্যবহারই করতেন না।
ব্রাজিলিয়ার রাজধানী ব্রাজিলিয়ায় মার্কিন রাষ্ট্রদূত টড চ্যাপম্যানের বাসায় মধ্যাহ্নভোজ করার মাত্র তিন দিন পরে বলসোনারোর এই রোগ নির্ণয় ঘটে।
স্বাধীনতা দিবস উদযাপনের ওই আয়োজনে ব্রাজিলের মন্ত্রিসভার সদস্যরাও যোগ দেন। সবাই মাস্ক ছাড়া ছবিও তোলেন।
সোমবার সন্ধ্যায় বোলসোনারোর সম্ভাব্য সংক্রমণের রিপোর্ট প্রথম প্রকাশিত হয়েছিল, স্থানীয় খবরে প্রকাশিত খবরে বলা হয়েছে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং অবিরাম কাশি সহ করোনাভাইরাসের উপসর্গ লক্ষণ দেখ্ দেয়ার পর তিনি করোনা পরীক্ষা করেছিলেন।
করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৮৩ জন। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।