সোজা কথা ডেস্ক: ইতালীতে দেশব্যাপী অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল অনুসারে ১.৪৪ মিলিয়ন বা জনসংখ্যার ২.৫% মানুষ করোনাভাইরাসের সংস্পর্শে এসেছেন। সরকারীভাবে ভাইরাসের নিশ্চিত হওয়া আক্রান্তের চেয়ে এটা ছয়গুণ বেশি। ইতালী এর আগে প্রায় ২৪৮,০০০ করোনাক্রান্ত রোগী নিশ্চিত করেছিল।