আরিফুল হক (রোম) ইতালী থেকে
ইতালীয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের অ্যানাস্থেসিস্ট অ্যাসোসিয়েশনের (এএআরআইআই) সভাপতি আলেসান্দ্রো ভের্গাল্লো সোমবার বলেন, কেভিড -১৯ আক্রান্ত রোগীদের ভর্তির সংখ্যা হাসপাতালে দ্বিগুণ হয়ে গেছে।
ভের্গাল্লো এএনএসএকে বলেছেন, “পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী সপ্তাহে হাসপাতাল এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্বিগুণ হবে বলে আমরা ধারণা করছি ।”
তিনি আরও যোগ করেন, অন্তত ১০ দিনের জন্য করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সরকার কর্তৃক আরোপিত সর্বশেষ বিধিনিষেধের সুবিধা দেখা যাবে না। তিনি বলেন, ইতালির আইসিইউগুলি “ইতিমধ্যে চাপের মধ্যে আছে” এবং “এ মুহূর্তে আরেকবার লকডাউনের প্রস্তাব যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে”।
রবিবার ইতালীয়ান ফেডারেশন অফ মেডিকেল গিল্ডস (এফএনওএমসিইও) এর প্রেসিডেন্ট ফিলিপ্পো আনেল্লি “দেশজুড়ে পুরো লকডাউন” করার জন্য আহ্বান জানান।
এক ফেসবুক পোস্টে আনেল্লি বলেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা কোভিড -১৯ এর ক্রমবর্ধমান সংখ্যার সাথে লড়াই করতে পারছে না এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এ অবস্থা চলতে থাকলে আগামী এক মাসে ইতালীতে আরও ১০,০০০ লোক মারা যেতে পারে।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী জসেপ্পে কন্তের সরকার কালাব্রিয়া, লম্বার্ডি, পিয়েডমন্ট এবং ভ্যাল ডি অস্টায় তিন স্তরের বিধিনিষেধের মাধ্যমে এক লকডাউন ব্যবস্থা চালু করেছেন। এ অঞ্চলগুলিকে রেড জোন হিসেবে ঘোষণা করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পুলিয়া এবং সিসিলিতে সংক্রমনের হার উচ্চ-মাঝারী হওয়াতে এখানে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে আর দেশের বাকী অঞ্চলগুলি মাঝারী মাত্রার ঝুঁকির মধ্যে রয়েছে।
এ নিষেধাজ্ঞা ৩শরা ডিসেম্বর ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে, রেড জোনগুলিতে অপ্রয়োজনীয় দোকান এবং মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, অপরিহার্য কাজ অথবা স্বাস্থ্য সম্পর্কিত কারণ ছাড়া নিজ অঞ্চলের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র : (এএনএসএ)