সোজা কথা ডেস্ক
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফ্রান্সে সৌদি আরবের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার চার্লস-দ্য গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেপ্তার করা হয় বলে ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ জন সৌদি নাগরিককে চেয়েছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবিক একজন।
সৌদি আরবের রাজতন্ত্রের বিশিষ্ট সমালোচক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন।
তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে কাজ করেছেন।