নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক হত্যার প্রতিবাদে ঢাকায় শাহবাগে প্রগতিশীল সংগঠন সমুহের আয়োজিত মশাল মিছিলে পুলিশী হামলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দির প্রিন্সসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। মশাল মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা আরাফাত সাদ, ছাত্র ইউনিয়নের নাজির আমিন জয়, নাজিফা জান্নাত সহ সাতজন নেতাকর্মীকে।
মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত অন্যদের মধ্যে আছেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাজেশ্বর দাস গুপ্ত, অর্থ সম্পাদক এনি চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর সভাপতি মুক্তা বাড়ৈ, , ঢাকা নগরের স্কুল সম্পাদক সোহাগী সামিয়া, ছাত্র ইউনিয়নের চবি সাধারণ সম্পাদক আশরিফা নিতু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মুন্নি সরদার, ঢাকা কলেজের সংগঠক সজীব চৌহানসহ অর্ধশত নেতাকর্মী৷
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রগতিশীল সংগঠন সমুহ এই প্রতিবাদ মশাল মিছিলের আয়োজন করেছিল। এর আগে আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোটসহ বামপন্থী ছাত্র সংগঠন গুলো।বেলা ১২টার দিকে আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তারা।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।