নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বলেছে, নির্বাচন কমিশনসহ দায়িত্বশীলদের পক্ষ থেকে সহিংসতামুক্ত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরণের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে উৎকন্ঠা, সহিংসতা, হানাহানি ও হতাহতের মাত্রা নতুনভাবে যোগ হয়েছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচনে দলীয়ভাবে মনোনীত একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন না পেয়ে অধিকাংশ স্থানেই আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় পক্ষ নির্বাচনী মাঠ দখলে সংঘাত ও সহিংসতার আশ্রয় নিয়েছে। ভোটে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। ক্ষমতাসীন দলের নিজেদের মধ্যকার সংঘাত-হিংস্রতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিরুপায়। স্থানীয়ভাবে দুই পক্ষই শক্তিশালী হওয়ায় পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থেকে গেছে অথবা উভয়পক্ষের সাথে সখ্যতা থাকার কারণে নির্বাচনীকালীন সহিংসতা রোধের ক্ষেত্রে কোন পদক্ষেপই নেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী সংঘাত, সহিংসতা ও নানাবিধ অনিয়মের কারণে স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার অধিকার থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। ফলে ধারাবাহিকভাবে নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছে পাশাপাশি প্রশ্নবিদ্ধ এ সব নির্বাচন ক্রমাগত আস্থা হারাচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী নভেম্বর, ২০২১ সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, ধর্ষণসহ নারী ও শিশুদের উপর সহিংসতার ঘটনা কিছুটা কমলেও উদ্বেগজনক ছিল। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দেশে বিচারবহির্ভুত হত্যাকান্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন ও সীমান্তে হতাহতের মতো ঘটনাও বন্ধ হয় নি। অপরদিকে নির্বাচনী সহিংসতায় হতাহতের মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী নভেম্বর, ২০২১ মাসে ৯৮টি নির্বাচনী সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৭ জন নিহত, ৭৮ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এবং ৫০০ এর বেশি মানুষ সংঘর্ষ-সহিংসতায় আহত হয়েছেন । নিহত ৪৭ জনের মধ্যে ১৬ জন প্রতিপক্ষের গুলিতে এবং ৪ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গিয়েছে। নিহতদের মধ্যে প্রায় সকলেই ভোটে অংশ নেওয়া প্রার্থীদের সমর্থক বা কর্মী। সবচেয়ে বেশি নরসিংদী জেলায়; নিহত হয়েছেন ১১ জন। অন্যদিকে ২৯ নভেম্বর উল্লেখযোগ্য সংখ্যক নিহতের ঘটনা ঘটে; যা ছিল ১১ জন। উল্লেখ যে, নির্বাচনী সহিংসতায় একজন নারী, ছাত্র ও একজন বিজিবি সদস্যর মৃত্যুর ঘটনা ঘটেছে। নীলফামারীতে নির্বাচন পরবর্তী সময়ে ৬টি সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ভোট কেন্দ্র জবরদখলসহ নানা অনিয়মের কারণে ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ব্যাপক সহিংসতায় নির্বাচনী সৌন্দর্য ম্লান হয়েছে। স্বজন হারানো বাড়ীতে কান্না ও প্রানফাটা আহাজারি মানুষের মনে নিদারুন কষ্টের সৃষ্টি করেছে।
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী নভেম্বর, ২০২১ এ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে ৯ জন নিহত হয়েছে এবং ১২ জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, গুলিবিদ্ধ হয়ে নিহত অজ্ঞাতনামা যুবক ডাকাত দলের সদস্য এবং বন্দুকযুদ্ধের সময় ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিরতিঙ্গা বাগান এলাকায় র্যাবের সঙ্গে কথিত গোলাগুলিতে অজ্ঞাতনামা দুইজন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে ২৫ বছরের এক যুবক নিহত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘র দাবি, নিহত যুবক ইয়াবা কারবারি। কক্সবাজারের টেকনাফ বন্দরের বিপরীতে পাহাড়ি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ নামের দুই জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ চিহ্নিত ডাকাত ও মাদককারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কক্সবাজারের উখিয়ায় বালুখালী শিয়াইল্যাপাড়া এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি জাহাঙ্গীর ইয়াবা কারবারি ছিল। কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামি মো.সাব্বির হোসেন (২৮) ও সাজন (৩২) জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছে। সংরাইশ ও নবগ্রাম এলাকায় কোতয়ালি মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম মামলার আসামিদের গ্রেফতারে অভিযানকালে সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধের সংরাইশ বালুমহল সংলগ্ন এলাকায় ডিবি ও থানা পুলিশের টিম পৌঁছালে আসামিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশ সদস্যদের দাবি নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে ওই দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নরসিংদীর অশান্ত চরাঞ্চলে শান্তি ফেরাতে আলোকবালী রায়পুরার মির্জারচর ও নিলক্ষাচরে অভিযান চলাকালে র্যাব-১১ সাথে স্বাধীন বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। র্যাবের দাবি কোন হতাহতের ঘটনা না ঘটলেও একটি রিভালবার, একটি শটগান, একটি ওয়ান শুটারগান, ৩১ রাউন্ড গুলি, বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১২ জনকে গ্রেফতার করেছে।
নভেম্বর, ২০২১ মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশী হেফাজতে আসামির মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত ও কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে নতুন বাজার বছি বানিয়ার তেপতি এলাকায় পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নয়াবাজার বছি বানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। পুলিশের দাবি তাজুল ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশি হেফাজতে মারা যান। নরসিংদীতে পুলিশ হেফাজতে সুজন সাহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি, গ্রেফতারের পর পুলিশ তাকে বেদম প্রহার করে। এতে তার মৃত্যু হলে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে নদীতে ফেলে দেয় পুলিশ। পরে জাল ফেলে নিহতের লাশ উদ্ধার করা হয়। পক্ষান্তরে পুলিশের দাবি, নিহত সুজনকে গ্রেফতারের পর থানায় নেওয়ার সময় পথে সে হ্যান্ডকাপ অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দেয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার পোশাক তৈরি কারখানায় বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ ফরহাদ আব্বাস জানান, প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।
নভেম্বর, ২০২১ মাসে কারা হেফাজতে ৩ জনের মৃত্যু হয়েছে। কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযুক্ত বিচারাধীন আসামি রুস্তম আলী ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ হাজিরা দেওয়ার জন্য রুস্তমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রুস্তম বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অস্ত্র মামলার আসামি জাহেদ আল আবেদীন ওরফে রুবেল (৪২) এর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রামের মিরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহম্মদ (৬৫) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মারা গেছেন। ১৬ নভেম্বর, সকাল ৮টার হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে তাৎক্ষণিক চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন। এসএসএফ কারা হেফাজতে এসব মৃত্যুর তদন্ত দাবি করছে এবং এ ধরণের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আরও সতর্ক হওয়ার দাবি জানাচ্ছে।
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী নভেম্বর, ২০২১ মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় চলতি মাসে কিছুটা কম হলেও তা এখনও উদ্বেগজনক। নারী ও শিশুদের প্রতি সহিংসতারোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্বেও অপরাধ দমনে ও নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা দেখা যাচ্ছে না। বিচারহীনতা, বিচারে দীর্ঘসূত্রিতা ও অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ক্রমাগতভাবে বেড়েই চলেছে।
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক ব্যবহারে জনমনে নানা উদ্বেগ আর ক্ষোভের জন্ম দিয়েছে। বর্তমান সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত হওয়া সত্বেও এ আইনে মামলার নামে হয়রানি কমেনি বরং ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়েই চলেছে। গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২জন সাংবাদিক, ২জন নারী, ২জন ছাত্র, ১জন রাজনৈতিক নেতা ও ৪জন সাধারণ নাগরিক সহ মোট ১১জনকে গ্রেফতার অপরাপর ৩জন সাংবাদিক, ২জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নির্বিচারে অপপ্রয়োগ মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগের সৃষ্টির মাধ্যমে এ আইনের যথেচ্ছ অপব্যবহারের চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বর্তমান সময়ে দন্ডবিধি আইনে মামলা না করে বরং ডিজিটাল সিকিউরিটি আইনের যথেচ্ছ অপব্যবহারের যে চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে তা হয়রানিমূলক ও অগ্রহণযোগ্য।
কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে অনলাইনভিক্তিক সংবাদমাধ্যম কুমিল্লা টাইমসের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে গত রোববার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় থেকে আটক করার পর তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মন্ত্রী ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নামে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে ফেসবুকে পোস্ট দেওয়ার কথিত অভিযোগে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জোসিদা খাতুন কোহিনুর (৪৫) নামে এক নারীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার করেছে। নগরীর পুরাতন পার্সপোট গলি, ২১ নং ওয়ার্ডের এলাকার বাসিন্দা খোরসেদুল আলম সুজন ও স্ত্রী ফজিলাতুন নেসা হাসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করায় বাবা এসএবি সালাউদ্দিন ও মেয়ে সৈয়দা সাবিকুনাহার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাভোগ করছেন। গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে নিয়ে কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জিসান মিয়া (৩২) ও মো. নাজমুল কবির (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াসিন নামে এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আনোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় ফরিদপুরের সালথায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আসামি হিসেবে মো. নাসির উদ্দীন (৪০) বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আফিফ হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে কথা বলার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরের তিন থানায় মামলা করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা সম্পর্কে বক্তব্য দেওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঝিনাইদহের তিন সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সাংবাদিকতার ক্ষেত্রে এ মাসে চিত্র ছিল উদ্বেগজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত ১৬ জন সাংবাদিক নানাভাবে অপমান, নিপীড়ন, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।
জনগণের তথ্য পাওয়ার অধিকার রক্ষায় সাংবাদিকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা দেয়া হচ্ছে এবং তাদের যেভাবে হয়রানি ও শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্খিতই নয় বরং বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার কন্ঠরোধ করার সামিল যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের ব্যবহৃত মটরসাইকেল ভাঙচুর করেছে দুই দুর্বৃত্ত। দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর পাবনাস্থ ষ্টাফ রিপোটার, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার এর গ্রামের বাড়িতে ককটেল রাখে দুবৃর্ত্তরা। পকেটমার সন্দেহ খায়রুল ইসলাম এক ব্যক্তিকে মারধর করছিলেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী মোজাহিদুল ইসলাম মারধরের ভিডিও ধারণ করতে থাকেন। মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিক মুজাহিদকেও পকেটমার আখ্যা দিয়ে মারধর করতে থাকেন আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম। মুন্সিগঞ্জ সদর উপজেলায় রজতরেখা নদী দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন। এ সময় তাঁদের হত্যারও হুমকি দেওয়া হয়। বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক রিশাদ হুদাকে মারধর করেছে ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহম্মেদ, সহযোগী তানভীর ও ইউসুফ। শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়া মহল্লাস্থ পিস ল্যাব এন্ড হসপিটালে সিজারকালে খুশি খাতুনের নবজাতক শিশুর মৃত্যু ঘটে। এ সংবাদ পেয়ে মাই টিভির শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদসহ কয়েকজন সংবাদকর্মী তথ্য সংগ্রহের জন্য পিসল্যাব এন্ড হসপিটালে গেলে হসপিটালের স্বত্বাধিকারী আব্দুল মজিদের ভাড়াটিয়া বাহিনী রাইয়ান লোদীর নেতৃত্বে অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান করে। সাংবাদিক জাকারিয়া মাহমুদ প্রতিবাদ করলে রাইয়ান লোদীর নেতৃত্বে সন্ত্রাসীরা জাকারিয়া মাহমুদের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভোটের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক ‘লাখোকণ্ঠ’ পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম শিকদার ও ‘আজকের দর্পণ’ পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ হোসেন এর উপরে ছাত্রলীগের কর্মীরা হামলা করে; বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার করার ভিডিও ধারণ করার কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ছয় সাংবাদিককে লাঞ্ছিত করেন। এ সময় তিনি এক সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।
সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত সম্মেলনে বিএসএফ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয়া সত্বেও সীমান্ত হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। এ মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যার শিকার হয়েছেন ৪ জন বালাদেশী নাগরিক, গুলিবিদ্ধ অবস্থায় নিখোঁজ হয়েছেন একজন, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, একজন নির্যাতনের শিকার হয়েছেন ও অন্তত ৪৮ জন উভয় দেশের নাগরিকেরা অবৈধ অনুপ্রবেশকালে আটক হয়েছেন। উচ্চ পর্যায় থেকে বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ করা হয়নি। সরকারের পক্ষ থেকে সীমান্তে অনাকাঙ্খিত ঘটনাসমূহের প্রতিবাদ ও প্রতিকারে ভূমিকা নিয়ে জনমনে ক্রমাগত প্রশ্নের সৃষ্টি হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের ৩১ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২) দুই বাংলাদেশি নিহত হয়। এই দুই বাংলাদেশির মরদেহ ভারত সীমান্তের ওপারে থাকে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট মালগাড়া সীমান্তের ৯১৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ২ ‘বাংলাদেশি’ নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় নিখোঁজ রয়েছেন অপর একজন। মেহেরপুর সীমান্তে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন সেই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানার পুলিশ। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। নওগাঁর পোরশার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে গরুসহ মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ থেকে রুহুল আমিন (৩৭) নামের বাংলাদেশি এক কৃষি শ্রমিককে তুলে নিয়ে নির্যাতন করে বিএসএফ। পরে পতাকা বৈঠক শেষে রাতে রুহুল আমিনকে হস্তান্তর করলে তাকে ঠাকুরগাঁও শহরের রোদেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।