স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: যুক্তরাজ্যের হাসপাতালগুলিতে করোনাভাইরাস নিয়ে একদিনে এপ্রিলের মধ্যে সবচেয়ে কম সংখ্যক ৩৬০ জন মারা গিয়েছেন।।
সর্বশেষতম সরকারী ঘোষণামতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২১০৯২ সরকারের ডেটাগুলিতে কেয়ার হোমে, নিজের বাড়িতে বা সম্প্রদায়ের অন্য কোথাও মারা যাওয়া লোকদের অন্তর্ভুক্ত করা হয়না।
এ পর্যন্ত মোট ৮২ জন এনএইচএস এবং ১৬ জন কেয়ার ওয়ার্কার জীবন দিয়েছেন। এদের পরিবারকে ৬০ হাজার পাউন্ড করে প্রদান করা হবে।
এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৭ লাখ ১৯ হাজার ৯১০ যাদের মধ্যে আক্রান্ত পাওয়া যায় ৩৭ হাজার ২৪ জন। সর্বশেষ একদিনে সনাক্ত হয় ৪৩১০। ১৫ হাজার ৫১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে নিহত স্বাস্থ্য সেবা সহ ফ্রন্টলাইন হিরোদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মংগলবার সকাল ১১ টায় ১ মিনিট নীরবতা পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।