স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রোববার বিকাল ৫টা পর্যন্ত) আরো ২৮৮ জন মারা গেছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২৮৭৩৪।
নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত সংখ্যা ৩৯৮৫, এ নিয়ে সর্বমোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১,৯০,৫৮৪। সবমিলিয়ে এ পর্যন্ত মোট টেস্ট ১২৯১৫৯১ এরমধ্যে রোববার হয়েছে ৮৫,১৮৬টি টেস্ট। এটা গত এক মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা।
সরকারের পক্ষে হেলথ সেক্রেটারী মেট হ্যানকক সোমবার বিকেলে ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে নিয়মিত ব্রিফিং-এ উপস্থিত ছিলেন।
জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের অধিকতর হারে সংক্রমণের শিকার হওয়া সম্পর্কে জনসাধারণের একজন সদস্যের প্রশ্নের উত্তরে ব্রিফিংয়ে ম্যাট হ্যানকক বলেছেন যে এই গ্রুপে মৃত্যুর সংখ্যা “অস্বাভাবিকভাবে বেশি”, বিশেষত এনএইচএস কর্মীদের মধ্যে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ব্রিফিংয়ে বলা হয় – এটি একটি “জটিল চিত্র”, এরজন্য যুক্তিযুক্ত, যেমন বয়স, বঞ্চনা এবং ডেটাতে অন্তর্নিহিত অবস্থার মতো অন্যান্য কারণগুলির প্রভাব বোঝা প্রয়োজন।
ব্রিফিংয়ে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান ট্যাম বলেছেন যে ইংল্যান্ডে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে “অবিচ্ছিন্ন তবে একেবারে ধারাবাহিকভাবে সংখ্যা হ্রাস” পাচ্ছে।