ডেস্ক রিপোর্ট: শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৯৭ হাজার ২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এটা স্বাস্থ্যমন্ত্রীর ২ এপ্রিল ঘোষিত দিনে একশ হাজার টেস্টের লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি। উল্লেখ্য এক শত হাজার লক্ষ্যটি ৩০ এপ্রিল অর্জিত হয়েছিল এবং এরপর থেকে আর এটি অর্জিত হয়নি।
এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে পরিবেশ মন্ত্রী বলেন জর্জ ইউস্টুইস বলেন কিছু কিছু ক্ষেত্রে ১০ দিন পর্যন্ত লেগে যায় পরীক্ষার ফলাফল আসতে। যখন পরীক্ষার ফলাফল গুলো আসতে থাকবে তখন কিছু কিছু দিন এ সংখ্যা ১০০ হাজার ছাড়িয়ে যাবে।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রতিদিনের ব্রিফিংয়ে তিনি আরো বলেন এই মেসেজটি সরকার দিতে চায় যে সপ্তাহান্তে সূর্যকরোজ্জ্বল ব্যাংক হলিডে‘র সময়ও স্টে এট হোম ( ঘরে থাকুন) এ বাধ্যকতা বলবত থাকবে।
ব্রিফিংয়ে শুক্রবার নতুন করে ৬২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এদের মধ্যে ৬ সপ্তাহ বয়সী স্বাস্থ্যগত অবস্থা থাকা এক শিশুও রয়েছে।এর ফলে সব মিলিয়ে করোনায় ইউকের এখন মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ২৪১ জন।