সম্প্রতি (১৯/০৩/২০২২ইং) লণ্ডনের স্থানীয় একটি হলে সন্দ্বীপ সমিতি ইউকে‘র আগামী ২ বছরের জন্য নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সন্দ্বীপ সমিতি ইউকে’র বিদায়ী সভাপতি জনাব শিব্বীর আহমেদ তালুকদার নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদন জনাব মোঃ রিয়াজুর রহমান রাসেলকে সমিতির দায়িত্বভার বুঝিয়ে দেন। উল্লেক্ষ্য যে, বর্তমান কার্যকরী কমিটি আগামী ২ বৎসরের জন্য দায়িত্ব পালন করবেন।
কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন – সর্বজনাব মিজানুর রহমান লিংকন, সহ সভাপতি; নুরুল মাওলা শামীম, নাজমুল আলম সুমন, নিজাম উদ্দীন, সাহিদুর রহমান শফিক, সভাপতি; রিয়াজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক; গোফরান উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক; মনিরুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক; মোবারক হোসাইন টিটু, কোষাধ্যক্ষ; আশিকুর রহমান সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক; জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সম্পাদক; আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক; মিসেস সুরাইয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদক; আবুল হাসান জুয়েল, যুব বিষয়ক সম্পাদক; আবুল হাসান জুয়েল, যুব বিষয়ক সম্পাদক; আবু বকর সিদ্দিক, ধর্ম বিষয়ক সম্পাদক; নিজাম উদ্দীন (রেড ব্রিজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কার্যকরী কমিটি সদস্য/সদস্যাবৃন্দ হলেন- নিশাত খান মুনা, মহসিন খাঁন বাবলু, দিদারুল আলম, এনায়েত উল্লাহ, ফরিদা ইয়াসমিন নাসরিন, শিল্পী এরশাদ, মনসুর আলম, রবিউল ইসলাম রবি।
তাছাড়া এই প্রথম বারের মত অতীতে যাঁরা সন্দ্বীপ সমিতি ইউকের জন্য নিঃস্বার্থ সময় ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন, তাঁদেরকে নিয়ে সন্দ্বীপ সমিতি ইউকের ২০২১ – ২২ ও ২০২২ – ২৩ ইং জন্য এক উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। সম্মানিত উপদেষ্টারা হলেন- পরপর কার্যকরী কমিটির প্ৰাক্তন (১ম) সভাপতি আবুল কাশেম, প্রাক্তন (২য়) সভাপতি ডক্টর সরওয়ার জামিল, প্রাক্তন (৩য়) সভাপতি অ্যাডভোকেট শিব্বীর আহমেদ তালুকদার, ও প্রাক্তন সহ সভাপতি সলিসিটার আব্দুল কাদের লাবলু।
সন্দ্বীপ সমিতি ইউকে‘র সম্মানিত আজীবন সদস্য আমেরিকা প্রবাসী সন্দ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সংগঠক জনাব আব্দুল কাদের মিয়া ও কুয়েত প্রবাসী, সন্দ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জনাব মোঃ মাহফুজুর রহমান।
উক্ত অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তব্য প্রদান করেন দায়িত্ব প্রাপ্ত কমিটির পক্ষ থেকে সভাপতি মিজানুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান রাসেল, সহ সভাপতি নুরুল মাওলা শামীম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুরাইয়া বেগম, কার্যকরী কমিটির সদস্য মহসিন খাঁন বাবলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মনিরুল হক রিপন ও শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি নাজমুল আলম সুমন।
কোভিডের কারণে একে ওপরের সাথে দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে প্রবাসে একখন্ড সন্দ্বীপবাসীদের মধ্যে এক প্রাণের উচ্ছাস পরিলক্ষিত হয়। কোভিটে গত কমিটির ধর্ম সম্পাদক মরহুম কেফায়েত উল্লাহর রুহের মাগফেরাত কামনা করা হয়।
প্রাক্তন (৩য়) সভাপতি অ্যাডভোকেট শিব্বীর আহমেদ তালুকদার সার্বিক আয়োজন সম্পর্কে বলেন- যুক্তরাজ্যে বসবাসকারী সন্দ্বীপের জনগণ এই জমকালো অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে প্রমাণিত হলো যে, তারা ঐক্যবদ্ধ ও নিজভূমি সন্দ্বীপের জন্য জনকল্যাণমূলক কাজ করার জন্য বদ্ধপরিকর।
শিশুদের জন্য ছবি আঁকার আয়োজন ছিল মনোমুগদ্ধকর। সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উক্ত অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি।