ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার দুপুর পর্যন্ত) আরো ৮৮৮ জন হাসপাতালে মারা গেছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৫৪৬৪। এর ফলে ১৫ হাজারের অধিক মারা গেছে এমন দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন এবং ফ্রান্সের পর যুক্তরাজ্যের নাম যুক্ত হলো।
নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৫২৬, এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,১৪,২১৭।
সরকারের পক্ষে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক জানান- ইউকে‘র এখন ১০,৬০৬ টি ভেন্টিলেটর আছে এনএইচএস এর অধীনে। ৪০০ হাজার গাউনসহ ৮৪ টন পিপিই কাল রোববার এসে পৌঁছুবে।