সোজা কথা প্রতিবেদক
৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিবস। ১৮৮০ সালে জন্ম নেন তিনি। বেগম রোকেয়া মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। তাঁর প্রকাশিত -অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা খুব বেশি নেই। প্রকাশিত গ্রন্থ মাত্র পাঁচটি। এ ছাড়া সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা এবং আনজুমানে-খাওয়াতীনে ইসলাম নামে সংগঠনের প্রতিষ্ঠা তাঁর উল্লেখযোগ্য কাজ। শত বছরের বেশি সময় আগে বেগম রোকেয়া লিখেছিলেন সুলতানার স্বপ্ন। সুলতানা স্বপ্ন দেখেন যে তিনি নারীস্থান ঘুরে বেড়াচ্ছেন। স্বপ্ন ভেঙে গেলে সুলতানা নিজেকে আরামকেদারায় আবিষ্কার করেন। সুলতানার দেখা নারীস্থানের নারীদের উদ্ভাবিত সূর্যতাপে রান্না করা, সার্চলাইটের ভয়ানক উত্তাপ দিয়ে শত্রুদের পরাজিত করা, বিদ্যুতের সাহায্যে বায়ুযান পরিচালনা করাসহ অনেক কিছুই তখন ছিল কল্পকাহিনি। তবে কল্পকাহিনির অনেক কিছুই বাস্তবে রূপ পেয়েছে।