সোজা কথা ডেস্ক: জনপ্রিয়তার শীর্ষে তাও অল্প বয়সে সঙ্গে নিয়ে তথ্য চুরির অভিযোগ। স্বল্প দৈর্ঘের ভিডিও বানানো চীনা অ্যাপ টিকটক। গত কয়েক মাসে গুগল প্লে স্টোরে কয়েক কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করার পরে এটি প্রায়শ: বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। কিন্তু এবার জনপ্রিয় এই অ্যাপটি হাতেনাতে ধরা পড়েছে অ্যাপলের হাতে।
সম্প্রতি ব্যবহারকারীদের তথ্যচুরির বিষয়টি ধরা পড়েছে অ্যাপল-এর নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর একটি বিশেষ ফিচারে। আইওএস ১৪-এর ওই ফিচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে কিনা।
জানা গিয়েছে, শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাতো টিকটক। অনেক সাইবার বিশেষজ্ঞ মনে করছেন, ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে হয়তো তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই চীনা অ্যাপ।
সম্প্রতি আইফোন ব্যবহারকারী এক টিকটক ইউজারই টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে টিকটক -এর যুক্তি, গোটা বিষয়টি অনিচ্ছাকৃত এবং অজান্তেই ঘটছে। ত্রুটি সংশোধনের ইতিমধ্যেই অ্যাপ স্টোরে টিকটক-এর নতুন ভার্সনও দেয়ার কথা জানিয়েছে সংস্থা।
তবে, বার বার এ ধরনের ‘অনিচ্ছাকৃত ত্রুটি’ টিকটক ব্যবহারকারীদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, ইউজাররের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও যে বেশ নড়বড়ে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।