হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক থেকে: বৃহস্পতিবার সন্ধায় নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ফাহিম সালেহ-এর হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউএস বাংলাদেশ কো-অপারেশন (ইউবকো)এর প্রেসিডেন্ট জসীম উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও ইউবকো উপদেষ্টা এবং IBNTV এর চেয়ারম্যান হাকিকুল ইসলাম খোকন, ইউবকো উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান, ইউবকো সহ-সভাপতি পলাশ, ইউবকো সাধারণ সম্পাদক আবুল হায়াত, কমিউনিটি নেতা ইশতিয়াক আহম্মেদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ফাহিম সালেহের খুনিকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। উল্লেখ্য, এই বিক্ষোভ সমাবেশের পর ফাহিম সালেহের খুনি টাইরেস ডেভন হাসপিল গ্রেফতার হয়।