সোজা কথা ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিপীড়নের অভিযোগ করায় বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাজায়মি দাউদকে উদ্ধৃত করে রায়হানের গ্রেপ্তারের খবর জানিয়েছে।
গত ৩ জুলাই আল জাজিরার ইংরেজি ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। এতে মালয়েশিয়ায় করোনাকালে প্রবাসী শ্রমিকদের প্রতি দেশটির সরকারের নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ তুলে ধরা হয়। আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশের নারায়নগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা রায়হান কবির নিপীড়নের প্রতিবাদ জানান।
প্রতিবেদন প্রচারের পর রায়হান কবিরের বিরুদ্ধে চড়াও হয় মালয়েশিয়ার পুলিশ। গত ১২ জুলাই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়া সরকার। তার বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য দিয়ে মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্টের’ অভিযোগ আনা হয়েছে । একই অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মালয়েশিয়া পুলিশ আল জাজিরার বিরুদ্ধে মামলা করেছে।