হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক থেকে: সারা বিশ্বে করোনা মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িক অঙ্গণ ট্রাভেল ইন্ডাষ্ট্রি। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলাদেশি ট্রাভেল এজেন্সিসমূহ বিশাল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিউইয়র্কের আমরা ট্রাভেল এজেন্সীর মালিকগণ গ্রাহকদের কাছে টিকেট বিক্রয় ও বাতিলকৃত পুরোনো টিকেটের অর্থ ফেরত দেওয়া ও তারিখ পরিবর্তনসহ নানাবিধ সহযোগিতা করে যাচ্ছে।
২৯ জুলাই ২০২০, বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার দোতালায় ফেডারেল নির্দেশনা সামাজিক দূরত্ব রক্ষা করে অনুষ্ঠিত আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন ATAAB আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এবং আলোচনা সভা বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন- নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও গ্রাহকদের আরো বেশি সুবিধা নিশ্চিত করতে এটাবকে সক্রিয় করার নানা উদ্যোগ নিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর মোহাম্মদ এম রহমান (মেঘনা ট্রাভেল), বক্তব্য রাখেন কো-কনভেনর মোহাম্মদ কে রহমান (রহমানিয়া ট্রাভেল), বক্তব্য সহ বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাফর ফেরদৌস-( বাংলাদেশ ট্রাভেল), বেলায়েত হোসেন বেলাল- (ডিজিটাল ওয়ান ট্রাভেল), মোহাম্মদ সেলিম (হারুন)- (কর্ণফুলী ট্রাভেল), মোহাম্মদ আবুল কালাম আজাদ (মা ট্রাভেল), মোহাম্মদ খালেক (শাফওয়ান ট্রাভেল), মোশারফ হোসেন (রূপালী ট্রাভেল), মোহাম্মদ হারুন রশীদ (রশিদ ট্রাভেল), শ্যামল তালুকদারসহ প্রমুখ। এছাড়া ATAAB এর মহাসচিব মোহাম্মদ হারুন (সেলিম) সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।