আরিফুল হক (রোম) ইতালী থেকে: শনিবার ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইতালী আওয়ামী লীগ এক শোক সভার আয়োজন করে।
ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভা পরিচালনা করেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
সভায় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। তবেই জাতির পিতার আত্মা শান্তি পাবে।”
সাধারণ সম্পাদক সভাপতির বক্তব্যকে সমর্থন করে বলেন, “আমরা যারা প্রবাসে আছি তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করব।”
পরিশেষে সবাই শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করেন।