হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে
বিজয়ের ঊনপঞ্চাশ বৎসর পূর্তিলগ্নে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ষোলই ডিসেম্বর বুধবার স্থানীয় সময় রাত সাতটায়। জুম সংযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ,বাংলাদেশ, ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ এতে অংশগ্রহন করেন।
আলোচনায় সভাপতিত্ব করেন মোয়াজ্জেম ইকবাল, সঞ্চালন করেন ফখরুল আহসান শেলী। সভার প্রারম্ভে পবিত্র কুরআন পাঠ এবং এক মিনিট নীরবতা পালন করা হয় বঙ্গবন্ধু ও মুক্তি সংগ্রামের শহীদদের সম্মান জানিয়ে। স্বাগত বক্তব্যে মোআজ্জেম ইকবাল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযোদ্ধাদের বীরোচিত জীবন উৎসর্গ এর চিত্র তুলে ধরেন। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল তা বিশ্লেষণ করেন ফখরুল আহসান শেলী।
মহান বিজয়ের যুগপৎ আনন্দ বেদনার স্মৃতি তুলে ধরেন প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন এবং একইসাথে বঙ্গবন্ধু কিভাবে বাঙালির অপ্রাপ্তি যাতনার অবসান ঘটান তা উল্লেখ করেন | বঙ্গবন্ধু পরিষদের ইউরোপীয় নেতা ও লেখক মমতাজুল জোয়ার্দার বলেন সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ। ওই ভাষণের প্রতিটি শব্দে লুকিয়ে আছে বাঙালির আশা আকাঙ্খা, সংগ্রাম স্বাধীনতা, মানবতা মুক্তির নির্দেশনা। মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা, বাংলাদেশের উন্নয়ন, স্বপ্নের পদ্মা সেতুর বর্ননা, নতুন প্রজন্মের জন্য করণীয় কি এ সব নিয়ে বক্তব্য দেন সর্বজনাব রুমেল হোসেন, করিমুজামান, শামসুস তোহা, আবিদ আমির, জসিম উদ্দিন, ইশতিয়াক বাবু,ইলিয়াস ঠাকুর, সামসুর রহমান সামু,কনক রেজা, শাজাহান কাজী, মহাম্মদ নূর। পরিশেষে জাতির জনক, তাঁর পরিবার সহ মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শামসুস তোহা।