হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে
নিউইয়র্কে চিকিৎসাধীন বাংলাদেশী কমিউনিটির প্রবীণ সদস্য এমদাদুল হক ওরফে বাচ্চু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৯০ বছরের অধিক বয়স্ক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১ টার দিকে নিউইয়র্কে নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তাঁর নামাজে জানাজা আজ ২৪ ফেব্রুয়ারী দুপুর ১২.৩০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনের ডাউনটাউনের মদিনা মসজিদে অনুষ্ঠিত হবার কথা।এমদাদুল হক ওরফে বাচ্চু মিয়া যুক্তরাষ্ট্রে বসবাসরত যুক্তরাষ্ট্র জেএসডি সাবেক সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন এর পিতা।
এমদাদুল হক ওরফে বাচ্চু মিয়া ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় কিশোর বয়সে ১৪৪ ধারা ভাঙ্গার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রেফতার হন। প্রবাসে এরশাদবিরোধী আন্দোলনে জড়িত ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে লন্ডনে জনসচেতনতা এবং সহায়তার জন্য কাজ করেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে যুক্তরাজ্যে নিজেকে যুক্ত করেন। তিনি বিগত ৪১বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৮নং নোয়াখোলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা ছিলেন।
জানাজা শেষে তাকে নিউইয়র্কের ফরেস্ট গ্রীণ পার্ক সিমেট্রিতে দাফন করা হবে বলে পরিবারসূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি সহধর্মিনী,চার পুত্র, দুই কন্যাসহ নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম এমদাদুল হক ওরফে বাচ্চু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক এম জেড ফয়সল,রাজনীতিক ও সংগঠক সামসুঊদদিন আহমেদ শামীম, যুক্তরাষ্ট্র জাসদ সাধারন সম্পাদক নুরে আলম জিকু সহ আরো অনেকে।
সোজা কথা পরিবারের শোক
এদিকে লন্ডনভিত্তিক সোজা কথা’র অবৈতনিক সম্পাদক এডভোকেট শাহ আলম ফারুক ৫২’র ভাষা আন্দোলনের সময় কিশোর বন্দী জনাব এমদাদুল হক বাচ্চু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সোজা কথা পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেছেন।