সোজা কথা ডেস্ক
আগামী ৫ মে অনুষ্ঠেয় লন্ডন সিটি কর্পোরেশনে বাঙালি কমিউনিটির সকলের সু পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় জনাব এডভোকেট মোঃ ফিরোজ হায়াত খাঁন (সোহাগ ভাই) কনজারভেটিভ পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি লন্ডনের সাউদল এলাকা থেকে প্রতিদ্বন্ধিতা করছেন।
জানা গেছে, নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জনাব ফিরোজ হায়াত খাঁন( সোহাগ) এর জন্ম। নোয়াখালী জজ কোর্টের এডভোকেট জনাব মরহুম হাসমত উল্লাহ খান এর সুযোগ্য ১০ সন্তানের উনি ৭তম। শ্বশুর ছিলেন তখনকার দিনে হাতেগোণা কয়েকজন ব্যারিস্টারের একজন। ফিরোজ হায়াত খাঁন বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করার পাশাপাশি L.L.B & L.L.M ডিগ্রী অর্জন করেন। পড়ালেখা শেষ করে নোয়াখালী সদরের সোনাপুর কলেজে অধ্যাপনা করা ও তৎকালে নুতন প্ৰতিষ্ঠিত নোয়াখালী ল’ কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে জাপানে দীর্ঘ ১০ বছর অবস্থানকালীন সময়ে জাপানী ভাষা ও কম্পিউটার বিষয়ে পড়াশুনা করেন।
বিগত ১২ বছর লন্ডনে অবস্থানকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও চ্যারিটি মূলক কার্যক্রমের মাধ্যমে West London, Southall এর বাংলাদেশীদের ঐকবদ্ধ করে রাখার ক্ষেত্রে অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন। সাউদল নিবাসী বাংলাদেশী কমিউনিটির কয়েকজন বললেন, তাঁর মত যোগ্য ব্যক্তিদেরকে দলপতি ও সমাজপতি হিসেবে নিৰ্বাচিত করলে সমাজ উপকৃত হবে বলে তারা বিশ্বাস করেন।
সোজা কথা সম্পাদকের আহবান
সোজা কথা সম্পাদক শাহ আলম ফারুক এক বিবৃতিতে সাউদল নিবাসী বাঙালি কমিউনিটিকে জনাব ফিরোজ হায়াত খাঁন (সোহাগ ভাই) এর সমর্থনে কাজ করার উদাত্ত আহবান জানান। বিবৃতিতে তিনি বলেন- তাঁর মত একনিষ্ঠ সমাজসেবক সিটি কাউন্সিলের কাউন্সিলর পদে নির্বাচিত হলে তা শুধু নিজ কম্যুনিটির জন্য কল্যাণ বয়ে আনবে না, আশা করি সার্বিকভাবে সব কম্যুনিটির জন্য তিনি কাজ করবেন।