বার্তা সংস্থা এএফপি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মৃতদেহ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটির সংখ্যালঘু মুসলমানদের প্রতিবাদ অগ্রাহ্য করে গতকাল রোববার শ্রীলঙ্কা সরকার এই নির্দেশ জারি করে।
শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যিনিই মারা যাবেন, তাঁর মরদেহ পোড়ানো হবে। শ্রীলঙ্কায় ২০০ জনের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছে। এই সাতজনের মধ্যে তিনজন মুসলমান। পরিবারের বিরোধিতা সত্ত্বেও মরদেহগুলো পুড়িয়ে ফেলে কর্তৃপক্ষ।