ডেস্ক রিপোর্ট: কাতার ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে যে আদেশটি যে কেউ অমান্যকারী করলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে বা ৫০,০০০ ডলার (৪১ হাজার পাউন্ড) জরিমানা হতে পারে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী পরিসংখ্যান অনুসারে উপসাগরীয় রাজ্যে বর্তমানে ২৮,০০০ এরও বেশি সংক্রমণ হয়েছে, যার মধ্যে ১৪ জন মারা গেছে।
আগামী ১৭ মে থেকে এ আইন কার্যকর হতে যাচ্ছে বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারে আড়াই লক্ষেরও বেশি লোক বাস করে।