ডেস্ক রিপোর্ট: করোনা মহামারি থেকে নিস্তার পাচ্ছে না মানুষ। বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৪৫ লাখ ছাড়িয়েছে। প্রথম ১০ লাখ হয়েছিল তিন মাসে। এরপর ১৩ দিনে ১০ লাখ, এরপর ২৫ দিনে ১০ মে দ্বিগুণ হয়ে দাড়ায় ৪০ লাখ।গত ৬ দিনে এর সাথে আরো ৫ লাখ যোগ হলো।আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ।
ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে শুরু হলেও জানুয়ারির শেষে নানা দেশে ছড়িয়ে পড়তে থাকে করোনাভাইরাস। তিন মাসের মাথায় গত ২ এপ্রিল ১০ লাখ ছাড়ায় করোনা শনাক্ত। ১৫ এপ্রিল এটি ২০ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত ২৪ এপ্রিল সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৮০০ মানুষের করোনা শনাক্ত হয়।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৮৭ হাজার ৫৩০ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৪ লাখ ৪২ হাজার ৮২৪ জন।
মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ হাজার ৭৮ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৪ জন।
করোনায় মৃত্যুর দিক দিয়ে এরপরের অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৮৮৫ জন। চতুর্থ অবস্থানে থাকা স্পেনে মৃত্যু সংখ্যা ২৭ হাজার ৪৫৯ ও আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ১৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবারের সর্বশেষ সরকারী বুলেটিন অনুযায়ী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৩১৪ জন।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা