ডেস্ক রিপোর্ট: আসন্ন সপ্তাহগুলিতে, আমেরিকান বৃহৎ মহাকাশ বাহন উপাদনকারী বোয়িং- এর কর্মী ছাটাই শুরু হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ১২,০০০ কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।
সংস্থাটি জানিয়েছে যে তারা এই সপ্তাহে ৬৬৭০ জন শ্রমিককে চাকুরিচ্যুতির বিষয়টি জানিয়ে দেবে এবং ৫,৫২০ জনের স্বেচ্ছা অবসরের ব্যাপারে অনুমোদন দিয়েছে।
গত মাসে বোয়িংয়ের বিশ্বব্যাপী কর্মীদের ১০% বা প্রায় ১৬,০০০ চাকরি কমাতে যাওয়ার পরিকল্পনা ফাঁস হয়ে যাবার পর বোয়িং-এর পরিকল্পিত কর্মী ছাটাই পরিকল্পনায় বিস্মিত হওয়ার কিছু নেই বলে পর্যবেকরা মনে করছেন।
প্রধান নির্বাহী ডেভ ক্যালহাউন বলেছেন, “যদি অন্য কোনও উপায় থাকত তাহলে তাই করতাম।”
গত বছর বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের দুটি মারাত্মক দুর্ঘটনার পরে সংস্থাটি ইতিমধ্যে সংকটে পড়েছিল – এবং এখন বিমান ভ্রমণের চাহিদা হ্রাস পাওয়ায় এটি আবার অস্তিত্বের সংকটে ধুঁকছে।