সোজা কথা ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ইতোমধ্যে ৪০ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ১০২ জন।
দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় জানুয়ারিতে। এরপরে ১ লাখে পৌঁছাতে ৯৮ দিন সময় লাগে। কিন্তু এরপর মাত্র ১৬ দিনে ৩ থেকে ৪ লাখ করোনা শনাক্ত হয়। খবর গার্ডিয়ানের
যুক্তরাষ্ট্রে প্রতি ৮২ জনে একজন করোনায় আক্রান্ত এবং দেশটিতে প্রতি ঘণ্টায় ২৬০০ করে করোনা রোগী শনাক্ত হয়।
এ দিকে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে এক হাজারের বেশি মানুষ মারা গেছে করোনায়। বৃহস্পতিবার করোনায় ১১শ মানুষ মারা যান। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের।