সোজা কথা ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা নাগাদ বৈরুত বন্দর এলাকায় প্রাথমিক বিস্ফোরণ ঘটে, এর ফলে আগুন, বেশ কয়েকটি ছোট বিস্ফোরণ এবং এরপরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা হারবারের সামনের অংশ এবং আশেপাশের ভবনগুলিকে ভূপাতিত করে দেয়।
ভূমিকম্পবিদরা এই ঘটনাটি পরিমাপ করলেন, যা ৯ কিলোমিটার (পাঁচ মাইলেরও বেশি) দূরে নগরীর আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যন্ত ক্ষতি করেছে, তা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমতুল্য । এর আগে বলা হয়েছিল বিস্ফোরণটি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার কম্পন নিবন্ধন করেছে।
এই বিস্ফোরণে বন্দরে অবস্থিত লেবাননের গম এবং ওষুধের সঞ্চয়স্থান উভয়ই ধ্বংস হয়ে যায়।