আরিফুল হক (রোম) ইতালী থেকে: মঙ্গলবার ইতালীর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এক তথ্য অনুযায়ী জানা গেছে গত ২৪ ঘন্টায় ৪১২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সোমবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। ঐদিন সংক্রমণের হার সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কম ছিল কারণ রবিবার ভাইরাস পরীক্ষা করার জন্য স্বল্প পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়েছিল।
ইতালীর মাত্র দুটি অঞ্চল – ভাল্লে ডি’আওস্তা এবং মলিসে থেকে নতুন করে কোন আক্রান্তের খবর পাওয়া যায় নি ।
তথ্যানুযায়ী সিসিলিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ এখানে আক্রান্তের সংখ্যা ৮৯ জন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লোম্বার্ডিয়ায় আক্রান্ত হয়েছে ৬৮ জন এবং ভেনেটোতে আক্রান্ত হয়েছে ৬৫ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইতালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন যেখানে সোমবারে মৃতের সংখ্যা ছিল ৪ জন। এপর্যন্ত ইতালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,২১৫।
বর্তমানে ইতালীতে করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ১৩,৫৬১ জন, প্রতিদিন আক্রান্ত হচ্ছে ১৯৩ জন। তন্মধ্যে ১২,৭১১ জন বাড়িতে, ৪৯ জন আছেন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে এবং ৮০১ জন হাসপাতালের অন্যান্য বিভাগে ।
সরকারী সূত্রমতে, ২০২,৪৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি আরোগ্য লাভ করেছে।
সূত্রঃ আনসা