সোজা কথা ডেস্ক রিপোর্ট : ইসরাইল গাজায় ফিস্তিনিদের জন্য সব ধরনের আমদানি বন্ধ করে দিয়েছে । রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, শুধুমাত্র খাদ্য ও মেডিকেল সরঞ্জামাদি ছাড়া অন্যসব আমদানি নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে ইসরাইলি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বেলুন বোমা হামলার অজুহাতে গত সপ্তাহ থেকে গাজায় জ্বালানি বন্ধ আমদানি বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর আগে ইহুদিবাদী দেশটি কর্তৃক গাজায় মৎস্য কেন্দ্র বন্ধ করে দেয়া হয়। এ ছাড়াও ইসরাইলি বাহিনী এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ।