সোজা কথা ডেস্ক রিপোর্ট: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। রাজধানী দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
আজ বিকাল পৌনে ৬টার দিকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে বাবার মৃত্যুর খবর জানান।
গত ৯ আগস্ট রাতে দিল্লির নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়বিক সমস্যা দেখা দেয়, বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এমআরআই স্ক্যানে মাথার ভেতর রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা ধরা পড়ে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান।
প্রণব মুখার্জি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর তার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। সেই অবস্থাতেই ওই দিন রাতে জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের আগে তার সর্বশেষ টুইটটি ছিল করোনা আক্রান্ত হওয়ার খবর।
ইন্দিরা গান্ধীর সাহচর্যে দিল্লিতে তাঁর রাজনৈতিক জীবনের শুরু ১৯৬৯ সালে। পাঁচ দশকের রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা, পররাষ্ট্র, বাণিজ্য, যোজনা কমিশনের দায়িত্ব পালন করেছেন যোগ্যতার সঙ্গে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর মন্ত্রিসভায় স্থান না পেয়ে হতাশ প্রণব কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেছিলেন। পরবর্তীতে ‘ভুল’ বুঝতে পেরে তিনি সেই দল বিলুপ্ত করে কংগ্রেসে ফিরে আসেন।