সোজা কথা ডেস্ক রিপোর্ট : চিকিৎসাশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জার্মানির বার্লিনে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি।
শরীরে বিষাক্ত নার্ভ এজেন্ট নভিচোক বহন করে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নেওয়ার পর বুধবার বার্লিনের দ্য চ্যারিটি হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পান। খবর বলে বিবিসির ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাভালনির শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তার চিকিৎসা শেষ হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঁড়ির হাতল ধরা নিজের একটি ছবি পোস্ট করেছেন নাভালনি। এতে তিনি চিকিৎসকরা তাকে সুস্থ হবার সুযোগ করে দিয়েছেন বলে জানান।
গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক শহর থেকে মস্কোর উদ্দেশে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে রাশিয়ার চিকিৎসকদের বাধা উপেক্ষা করে চিকিৎসার জন্য তাকে জার্মানি নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে মোট ৩২ দিন চিকিৎসা নিয়েছেন নাভালনি (৪৪), এর মধ্যে ২৪ দিনই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সমালোচকের শরীরে নভিচোক প্রয়োগ করা হয়েছে বলে এরই মধ্যে জার্মান, ফ্রান্স ও সুইডেনের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। ক্রেমলিন বারবারই এই দাবি অস্বীকার করে আসছে।