করোনা কালে পৃথিবী আজ থমকে গেছে। গল্প উপন্যাসের কল্পনাও যেন হার মানিয়েছে। অভূতপূর্ব এ শারীরিক দূরত্ব যাকে বলা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স, তার মাঝেও মানুষের ভাবনার জগত থেমে নেই। মানুষ মানুষ থেকে দূরে নেই। কেউ কেউ ঘটা করে উদযাপন করে আবার কারো কারো জন্মদিনে সে রকম কোন পরিকল্পনা না থাকলেও অন্তত: নিজ মনে হলেও জন্মদিনে মানুষ আন্দোলিত হয়। করোনা কালে যাদের জন্মদিন তাদের জন্য জন্মদিন নিয়ে শিল্পী শাফিন আহমেদের সেই বিখ্যাত গান।