সোজা কথা ডেস্ক রিপোর্ট : কিছু দূতাবাসের অফিসাররা একই স্টেশানে বছরের পর পর থাকে বলে তাদেরকে কেন্দ্র করে নানা ধরণের তদবির ও দালাল চক্রের কার্যক্রম চালু হয়ে যায়। সরকারি চাকরির বদলির বিধি উপেক্ষা করে এ সব অফিসারকে সুবিধা দেয়া হচ্ছে। এ সুযোগে এ সব অফিসাররা নানা ভাবে লাভবান হচ্ছেন বলে তথ্য পাওয়া যায়। ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট উদ্ধার করতে পারে, অথচ চিহ্নিত দালালদের ভিয়েতনামের আইনের আওতায় আনতে পারে না।
৫ সেপ্টেম্বর শনিবার প্রবাসীদের জন্য বাংলাদেশের আইনী বিষয়ে ফ্রি পরামর্শ-শীর্ষক সোজা কথা ডটকম-এর ৩৭ লাইভে প্রসংগক্রমে আলোচনায় আরো বলা হয়- ভিয়েতনাম ফেরতদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। অনুষ্ঠানে এ সব ব্যাপারে কর্মরত স্বেচ্ছাসেবী ব্যক্তি, আইন সহায়তা, অভিবাসী অধিকার ও মানবাধিকার সংস্থাগুলোকে নিজেদের মধ্যে অধিকতর যোগাযোগের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।
প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টা লন্ডন স্টুডিও থেকে সরাসরি লাইভ প্রবাসীদের জন্য বাংলাদেশের আইনী বিষয়ে ফ্রি পরামর্শ-শীর্ষক লাইভ অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হয়।
এ পর্বের অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট দিলরুবা শরমিন। বরাবরের মত সঞ্চালনায় ছিলেন সোজা কথা ডটকম-এর সম্পাদক (অ:), এডভোকেট শাহ আলম ফারুক।
এ পর্বের অনুষ্ঠানের ফেইসবুক লিংক এবং ইউটিউব লিংক সোজা কথা ডট কম-এর পাঠকদের জন্য দেয়া হলো। সোজা কথা ডট কম-এর ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক করে নতুন পাঠকরা নিয়মিত লাইভ ও বিভিন্ন সংবাদের আপডেট পেতে পারেন।