সোজা কথা প্রতিবেদন: বিশিষ্ট সাংবাদিক, লেখক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরেও আমরা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পারিনি। বাংলাদেশে নির্বাচন ছিল একটা উৎসব, এখন মানুষ বিভিন্ন কারণে নির্বাচনবিমুখ হয়ে পড়েছে! তিনি বলেন, আমরা অর্থনৈতিক সাফল্য চাই বন্টনও সুষম চাই। আমরা সেখানে ভোটের অধিকার অর্জন করতে পারিনি।
‘মুক্তিযোদ্ধাদের চোখে আজকের বাংলাদেশ পর্ব ৩’ শীর্ষক সোজা কথা ডটকম লাইভ এর ৪১ তম পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইনজীবী ও মানবাধিকার কর্মী, সোজা কথা ডটকম-এর সম্পাদক (অ:), এডভোকেট শাহ আলম ফারুক।
তিনি বলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এখনো সে ভাবে বাস্তবায়ন হয়নি। স্বাস্হ্য, শিক্ষাসহ সাধারণ মানুষের আর্থসামাজিক সার্বিক উন্নয়নে অনেক কিছু করা দরকার। কৃষক ন্যায্য মূল্য পায় না। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা দরকার।
লাইভ অনুষ্ঠানটি আগ্রহীরা ফেইসবুক লিংকে এবং ইউটিউবের লিংকে দেখতে পারেন।