সোজা কথা ডেস্ক রিপোর্ট: সোজা কথা ডটকম- এর লাইভ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আইনে কঠোর শাস্তির অভাবের কারণে অপরাধ বেশি হয় বললে ভুল হবে। প্রকৃতপক্ষে আইনের প্রয়োগই মূল সমস্যা। বিচারহীনতার সংস্কৃতির উপস্থিতি ও জবাবদিহিতা না থাকলে আইনের যথার্থ প্রয়োগ প্রায় অসম্ভব হয়ে উঠে। রাজনৈতিক ক্ষমতার সাথে ধর্ষণকারীদের সংযোগের জন্য বিচার চাওয়া দূরে থাক ভিকটিমকে পালিয়ে বেড়াতে হয়। ফৌজদারী মামলা নির্ভর করে প্রধানত: সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আলামত সংগ্রহ, সঠিকভাবে মামলা দায়ের ও মামলার সাক্ষী সাবুদ সংগ্রহ, চিকিৎসকের দেয়া সনদ, সরকারী উকিলের সততা ও মামলা পরিচালনার দক্ষতা তথা প্রসিকিউশন তথা মূলত: সরকারের উপর। সেখানে রাজনৈতিক ক্ষমতার প্রভাব, তদন্ত ও প্রসিকিউশনের দুর্নীতি অদক্ষতা এবং শতভাগ দলীয় সরকারী আইনজীবী ন্যায়বিচার পাবার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
রোববার লন্ডন সময় বিকাল ৪টায় বাংলাদেশ সময় রাত ৯টায় সোজা কথা ডটকম লাইভ এর ৪৮ তম পর্বে ‘খাগড়াছড়ি সিলেট টু এখলাসপুর নারীর জন্য নিরাপদ স্বদেশ কতদূর? শীর্ষক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাইভ অনুষ্ঠানে অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র( আসক) এর সদ্য সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি- বেলা’র নির্বাহী পরিচালক এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, সিলেট বার এসোসিয়েশনের দু বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, নোয়াখালী বারের সাবেক সাধারণ সম্পাদক সাবেক জিপি এড. কাজী খসরু এবং কানাডা প্রবাসী কবি, অধিকার কর্মী নীনা হাসেল। শারীরিক অসুস্থতার কারণে বান্দরবান থেকে সমাজকর্মী ও বেসরকারী সংস্থা অনন্যা’র সংগঠক ডনাই প্রু নেলী অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মানবধিকার কর্মী ও আইনজীবী সোজা কথা ডটকম-এর অবৈতনিক সম্পাদক এডভোকেট শাহ আলম ফারুক।
কানাডা প্রবাসী নীনা হাসেল বলেন বর্তমানে যা ঘটে চলেছে, তা শুধু নারীর জন্যই নয় পুরো মানবতার জন্য অবমাননাকর, চরম দু:খজনক। তিনি কাউন্সিলিং এর পেশাগত অভিজ্ঞতা থেকে ভিকটিম ও সাক্ষী সুরক্ষায় গুরুত্ব দেন।
সিলেট বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম বলেন এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনার সাথে সাইফুর জড়িত, সেই সাইফুর আবার নতুন করে ছাত্রাবাস নির্মাণের কাজ পায়, ‘মানবিক বিবেচনায়’ করোনার মধ্যে ছাত্রবাস বন্ধ থাকলেও তাকে থাকার পারমিশন দেয় হোস্টেল সুপার। আবার অধ্যক্ষ গঠিত তদন্ত কমিটির প্রধান এই অভিযুক্ত হোস্টেল সুপার। তিনি জানান আগে দলীয়ভাবে প্রসিকিউশনে নিয়োগ হলেও বিশেষ মামলাগুলোর জন্য অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীদের রাখা হোত। এখন ১০০% দলীয় নিয়োগ হচ্ছে। যার ফলে প্রসিকিউশনের মান দক্ষতা ও কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠছে।
বেলা’র নির্বাহী পরিচালক এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান নারীর প্রতি পরিবার ও সমাজে বিদ্যমান নেতিবাচক মনস্তত্ত্বের দিকে আলোকপাত করে বলেন- যা ঘটে চলেছে তাহলো আমজনতার বিষয়গুলোকে, রাস্ট্র নারীর বিষয়গুলোকে ন্যায় বিচারের বিষয়গুলোকে প্রায়োরোটাইজ করছে না, তাকে তো অন্য বিষয়গুলো প্রায়োরোটাইজ করতে হচ্ছে। পরিবার ও সমাজের মূল্যবোধ নিয়ে ভাবার সময় রাস্ট্র পাচ্ছে না। নানা পক্ষের পারস্পরিক লেনদেনের ভিত্তিতে এমন একটা অবস্থা চলছে যেখানে ক্ষমতায় থাকা না থাকাই বিষয় কিন্তু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া, সুশাসন বিষয় নয়; যে কোন ভাবে ক্ষমতায় থেকে যাওয়াই বিবেচনা হয়ে দাঁড়িয়েছে। তিনি কুমিল্লা সেনানিবাস এলাকায় ধর্ষণ ও হত্যার শিকার তনুর ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন – তনুকে কারা হত্যা করেছে তা সবাই জানে। পাহাড়ে কি হচ্ছে নারীদের উপর তাও কারো অজানা নয়। এ সব গুলোর সাথে আমজনতার সেভাবে সম্পর্ক নেই। কিন্তু এগুলো চলছে।
প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না বলেন কার্টুন আঁকার জন্য ফেইসবুকে পোস্ট দেয়ার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেয়া হয়, অথচ সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত নারীর প্রতি অবজ্ঞাসূচক কথা বলা হচ্ছে সে রকম একটা ঘটনায় ব্যবস্থা নেয়ার কথা আমরা শুনি না। তিনি বলেন, বিচার বিভাগ যদি ঠিক ভাবে কাজ করতে পারে তাহলে দেশে দুর্নীতি ও অপরাধ অনেকাংশেই কমে যাবে।
আগ্রহীরা পুরো অনুষ্ঠানটি ফেইসবুক এই লিংকে এবং ইউটিউবের এই লিংকে দেখতে পাবেন।