বাংলাদেশের স্বাধীনতার আগে এ দেশে ব্যবহৃত ওষুধের বেশির ভাগই আমদানি করা হতো বিদেশ থেকে। সামান্য যে ওষুধ তৈরি হতো দেশে তার গুণগত মান নিয়েও ছিল প্রশ্ন। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশ চাহিদার বেশির ভাগ ওষুধই নিজেরা উৎপাদন করছে। বাংলাদেশ থেকে ওষুধ রফতানি হচ্ছে পৃথিবীর ১৬০টি দেশে। বাংলাদেশের ওষুধ কতটা মানসম্পন্ন? ওষুধ রপ্তানির সম্ভাবনা এবং বাংলাদেশের ওষুধ শিল্পের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এপেক্স ফার্মার হেড অব মার্কেটিং সায়িদ হোসেন।