শিক্ষার মান উন্নয়নে একটা মতবিনিময় সভা। দাওয়াত দিয়েছিলো, গেলামও। কিন্তু থাকতে পারলাম না। যখন দেখলাম শিক্ষাকে ধ্বংস করার জন্য যেসব গোষ্ঠী জড়িত তাদেরই একজন সেই সভায়। কিছুক্ষণ ছিলাম কিন্তু তাকে দেখার পর আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারলাম না।স্কুলে যায় না। সে শিক্ষক তবুও। দালালি করে অফিসে। বিরোধিতা করায় চারবার প্রধান শিক্ষকের গায়ে হাত তোলে। তার বিরুদ্ধে চারটি জিডি করা আছে থানায়। কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। কিছুই হয় না কারণ দালালি টাকার ভাগ তার কর্মকর্তাও পায়। সে প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকতো । তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কিছুই না করে প্রধান শিক্ষকের দোষ খুঁজে বের করল, “উনি তো লিপিস্টিক পরে স্কুলে যায়। ” অথচ এসব কথাই কর্মকর্তাকে শিক্ষক জানিয়েছেন। কিছু হয়নি । এরকম শিক্ষক যে মতবিনিময় সভায় থাকে, সেখানে আমি অন্তত থাকতে পারিনা। আমি সেই মানুষ যে আদর্শের প্রয়োজনে সম্পূর্ণ একা হতে প্রস্তুত। তবুও সমাজে ভালো হওয়ার জন্য, ভালো মেয়ে সাজার জন্য, আদর্শের সাথে কোনো আপোস করবো না।
অতীতে ও করিনি। ভবিষ্যতেও করবো না।
হ্যাঁ আমি একাই একটা মিছিল!
শামা আরজু: লেখক