শুনলাম বাংলাদেশে ধর্ষক বিরোধী মিছিলে পুলিসের লাঠি চার্জ হয়েছে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে তুই ধর্ষক ইত্যাদি স্লোগান দিয়েছে। এ জন্যই এত অত্যাচার।
কিন্তু কথাটা তো তারা মিথ্যা বলে নি। সরকারী টিভি চ্যানেল বিটিভিতে ধর্ষণ নিয়ে অনুষ্ঠান দেখছি, এখনও চলছে।। এক মহিলা সঞ্চালকের ভূমিকায় আছেন। সেজে গুজে আকর্ষণীয় হওয়ার প্রাণপণ প্রয়াস তাঁর।
এক বক্তা বলছে ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। আর একজন সাবেক পুলিস অফিসার বলছে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। ছেলেদের মধ্যে ডুকাই দিতে হবে নারীর প্রতি সম্মানের কথা। বাড়ি বাড়ি গিয়ে কুলাঙ্গারগুলোর মনের মধ্যে নারীকে সম্মান দেওয়ার কথা ডুকাই দিতে হবে। নারীও মানুষ, তোমার মা বোনও নারী, তাদের সঙ্গে করলে কেমন লাগবে এ সব ডুকাই দিতে হবে। এরপর আলোচনার বিষয় – ধর্ষণ দেশে দেশে। বিভিন্ন দেশে ধর্ষণের পরিসংখ্যান দিয়ে বলল, বাংলাদেশে তো অনেক কম হয় হাজারে মাত্তর ৮ ইত্যাদি। সাবেক পুলিস অফিসার বলল, ভারতে বাংলাদেশের চেয়ে অনেক বেশী দর্ষণ হয়, হাঁ। প্রায়শই না কি বাসে ধর্ষণ হয়, ট্রেনে ধর্ষণ হয় —— ইত্যাদি ইত্যাদি।
ধর্ষকের কঠোর শাস্তির বিষয়ে একটা কথাও কেউ বলে নি। বরং বলেছে, ধর্ষণের সাক্ষী পাওয়া যায় না বলে মামলা ডিসমিস হয়ে যায়। বাংলাদেশে যে কি বিপুল পরিমাণে ধর্ষণ হয় তার প্রমাণ এই আলোচনার অনুষ্ঠান। অন্য কোন প্রমাণের দরকার হয় না।
এই হল সরকারী গণমাধ্যমে ধর্ষণ নিয়ে আলোচনা।
সুতরাং তুই ধর্ষক বলে তারা কোন মিথ্যা কথা বলে নি।
– বলাকা সেনগুপ্ত, কলকাতা