সোজা কথা ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র( আসক) এর সদ্য সাবেক চেয়ারপার্সন এডভোকেট জেড আই খান পান্না ধর্ষণের সাজা মৃত্যুদন্ড নির্ধারণ সম্পর্কে সোজা কথা ডটকমকে তাঁর মতামত জানিয়েছেন। এই অভিজ্ঞ আইনজীবীর মতামতের অডিও রেকর্ড পাঠকদের জন্য মুদ্রিত হলো।
তিনি বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলেও এটা পূর্বের মামলার বেলায় প্রযোজ্য হবে না। আর এই শাস্তির বিধান এর ফলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিথ্যা মামলা দায়ের করা হতে পারে। কিন্তু তারপরও আমার ধারণা ব্যক্তিগত শত্রুতার কারণে এসব মামলা দেয়া এটা বোধহয় তেমন ভাবে দেখা যাবে না কারন সত্যিকার অর্থেই ধর্ষিতারা অন্তত ৯০ ভাগ আদালত বা থানা শরণাপন্ন হন না, তাঁরা বিষয়টি চেপে যান। আর ব্যক্তিগতভাবে আমি বলেছি আমি আগাগোড়াই মৃত্যুদন্ডের বিরুদ্ধে। এ দিয়ে কোনো অপরাধের সুরাহা করা হয় না যেটা করা উচিত দ্রুত বিচার এবং শাস্তির বিধান করা এবং শাস্তিটা যাবজ্জীবন হয় তাহলে আমৃত্যু যাবজ্জীবন বা আমৃত্যু কারাবাস, এটা যাতে বুঝানো না হয়।