সবাই বলেন সোবহান আল্লাহ্ ।
এই তুঘলকি অবাক করা কান্ডের নায়ক, রাবির সদ্য প্রাক্তন ভিসি সোবহানের অতি ছোট্ট, শেষ দিবসের মানবিক নিয়োগের ছবি৷
একসময় ভিসি মানেই কমবেশী সকলের কাছে শ্রদ্ধার ব্যক্তি । আর এখন নাম ঘোষনা হলেই বুঝে নিতে হবে তিনি দলবাজ ও চাটুকার জাতীয় বিশেষ প্রাণী ৷ কারো বংশে একজন ভিসি হলে বা তার সাথে সামান্য পরিচয় থাকলে গর্ব করে সকলের কাছে বলার বিষয় ছিল ৷ আর এখন সবাই লজ্জা পায় বলতে৷ শিক্ষা মানুষকে আরো মহৎ করে এই সুবচন নির্বাসনে৷
ভিসি হওয়ার জন্য প্রতিযোগীতা দেখলে শিক্ষিত মানুষ দূরের কথা, প্রতিষ্ঠানিক শিক্ষা নেই তারাও লজ্জা পায় । আর তারা লজ্জা পাওয়া দূরের কথা, সামোসা আর চপ কত টাকায় পাওয়া যায় তা গর্বের সাথে মিডিয়াতে বয়ান করে ৷ আর মাজাভাঙ্গা কর্পোরেট মিডিয়া দলীয় দৃষ্টিতে প্রশ্ন করেনা, গত দশ বছরে কয়জন ডক্টরেট বা কয়টা লেখা জার্নালে প্রকাশ হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে ৷
করোনা অতিমারী, মুনিয়া হত্যা,গাছকাটা বিরোধী আন্দোলন, বাঁশখালীর শ্রমিক হত্যার মত অজস্র ইস্যুতে চাপা পড়ে যায় এদের কুকর্ম ৷ ওরা খুব খুশী, আমাদের ফেসবুকীয় আবেগে ৷ সরকার স্বত্বির নিঃশ্বাস ফেলে, সময় পায় তাদের কতৃত্ববাদী শাসনের বিষয়টা প্রলম্বিত করার জন্য৷
এর অবসান হোক,সুস্থ মস্তিস্কের যে কোন লোকের চাওয়া ৷ কিন্তু হচ্ছেনা কেন ? মূল জায়গায় হাত দেন ৷ শুধুমাত্র পোশাকী লোক দেখানোর গণতন্ত্র নয় ৷ জবাবদিহীর গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া শ্রমিক হত্যা, অযথা গাছকাটা আর দলকানা,দুর্নীতিবাজ,চাটুকার ভিসি নিয়োগের মত ঘটনা ঘটতেই থাকবে।
– ইফতেখার আহমেদ বাবু, সোশ্যাল এক্টিভিস্ট