সোজা কথা ডেস্ক রিপোর্ট: চাকুরির কথা বলে ভিয়েতনামে নিয়ে দালালচক্রের হাতে তুলে দেয়া ১১ জন বাংলাদেশী অবশেষে দেশে ফিরে আসার জন্য শনিবার বিকেল থেকে হ্যানয়ে দূতাবাসের কাছাকাছি ফুটপাতে অবস্থান নেয়ার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ইতিবাচক হস্তক্ষেপ করেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। সোমবার দুপুর থেকে তাদের খাবার দেয়া হচ্ছে এবং দূতাবাস থেকে ঐ ১১ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। সর্বশেষ স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় ভিয়েতনামে আটকেপড়া সেই ১১ বাংলাদেশী হোটেলের পথে রয়েছেন।
লন্ডন থেকে হ্যানয়ে আটকেপড়াদের সাথে কথা বলে জানা যায়- সোমবার সকাল ১০ টার পর তারা দূতাবাসে গেলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলেন সাপ্তাহিক ছুটির দিন তাদের দূতাবাস এলাকায় অবস্থান নেয়ার বিষয়ে তারা অবগত আছেন। পরে দূতাবাস থেকে এক কর্মকর্তা অনতিদূরে অবস্থিত ফুটপাতে তাদের অবস্থানস্থলে আসেন। তিনি সবার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন এবং তাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সর্বাত্নক সহায়তার আশ্বাস দেন। ইতিমধ্যে দুপুরে তাদের হালকা খাবার দেয়া হয়। সর্বশেষ আটকেপড়াদের একজন মিথুন জানান- স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় তিনিসহ আটকেপড়া ১১ বাংলাদেশী স্থানীয় একটি হোটেলের পথে রয়েছেন। দূতাবাস না ভিয়েতনাম পুলিশের সহযোগিতায় দূতাবাস তাদের থাকার ব্যবস্থা করেছে সে বিষয়ে ক্ষতিগ্রস্তরা বিস্তারিত জানাতে পারেনি।
এ ব্যাপারে কথা বলার জন্য হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে দুজন কর্মকর্তা বলেন- এ বিষয়ে দাফতরিক বক্তব্য একমাত্র রাস্ট্রদূত মহোদয় দিতে পারেন। দূতাবাস সংশ্লিষ্ট এক সূত্র জানায় – ১১ জনের বিষয়টি জানার পর পর রাস্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা তাদের জন্য ভিয়েতনাম কর্তৃপক্ষের সহযোগিতায় সর্বাত্নক সহায়তার উদ্যোগ নেয়।
উল্লেখ্য গতকাল রোববার সোজা কথা ডটকম আমরা বাঁচতে চাই দেশে ফিরতে চাই-ভিয়েতনামে আটকেপড়া আরো ১১ বাংলাদেশীর আর্তনাদ –শীর্ষক সংবাদ প্রকাশ করে। চাকুরির কথা বলে ভিয়েতনামে নিয়ে দালালচক্রের হাতে তুলে দেয়া ১১ জন বাংলাদেশীর শনিবার বিকেল থেকে হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসের কাছাকাছি ফুটপাতে অবস্থান নেয়া ও তাদের দুর্দশার বিষয়ে ঐ সংবাদে আলোকপাত করা হয়।