http://localhost/mytest/uncategorized/details/4504/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4/
প্রকাশ করে।
বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের-এর সহযোগিতায় ভিয়েতনাম-স্থ বাংলাদেশ দূতাবাস এই বিশেষ বিমানটির মাধ্যমে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবসানের ব্যবস্থা করে।
দূতাবাস সূত্র জানায়- বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার ‘অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পূণ:রুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং ‘বহির্গমন অনুমতি’ প্রদান করে। ভিয়েতনাম সরকারের সাহায্য ও সহযোগিতায় দূতাবাস আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের অনুমতি সংগ্রহ করে।
উল্লেখ্য যে, মহামারীর জন্য ভিয়েতনাম সব আন্তর্জাতিক যাত্রীবহনকারী বিমান অবতরণ-উড্ডয়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে।
ভিয়েতনামে বাংলাদেশের রাস্ট্রদূত সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থেকে আটকেপড়া বাংলাদেশীদের বিদায় জানান।
এদিকে জানা গেছে, ঢাকায় অবতরণের পর ভিয়েতনামে প্রত্যাগতদের ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।