সোজা কথা ডেস্ক রিপোর্ট : ১৪ দিনের কোয়ারেইন্টাইন শেষে যাবার কথা বাড়িতে, পাঠানো হলো মামলা দিয়ে আদালতে। উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দুইজনসহ মোট ৮৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নূরুল মোত্তাকীন সাংবাদিকদেরকে বলেন, এসব প্রবাসীরা সংশ্লিষ্ট দেশগুলোতে গিয়ে অপরাধে জড়িয়েছিলেন। সেজন্য সেখানে তারা গ্রেপ্তার হন। করোনার কারণে তাদের বাংলাদেশে আটক অবস্থায় ফেরত পাঠানো হয়েছিল। এজন্য চাইলেই পুলিশ তাদের ছেড়ে দিতে পারে না। তাই ওই ৮৩ জনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মঙ্গলবার তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ করছে। গ্রেফতারকৃতদের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।