সোজা কথা ডেস্ক রিপোর্ট : সোজা কথা ডটকম ৩০ আগষ্ট বাংলাদেশ সময় রাত ১১ টায় হারানো স্বজনের জন্য আর কত অপেক্ষা?? আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের বিশেষ অনুষ্ঠান শীর্ষক এক লাইভ অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানে বক্তারা বলেন- গুমের জন্য যারা দায়ী তাদের কাছে বিচার চেয়ে লাভ নেই। সব গুম হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। কেউ কেউ শুধু দেশীয় বাহিনী নয়, এ সব ক্ষেত্রে প্রতিবেশি দেশের বিভিন্ন এজেন্সীরও সংশ্লিষ্টতার অভিযোগ করেন।
লাইভ আলোচনয় অংশ গ্রহণ করেন নূর খান (মানবাধিকার কর্মী, উপদেষ্টা এইচ আর এস এস, সাবেক অস্থায়ী নির্বাহী পরিচালক আইন ও সালিশ কেন্দ্র আসক), সানজিদা ইসলাম তুলি (অর্গানাইজার, মায়ের ডাক), মায়ের ডাক-এর চেয়ারপার্সন হাজেরা খাতুন, গুমের শিকার ছাত্র নেতা শামীম আখতারের সহধর্মিনী ঝর্ণা খানম, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক এডভোকেট আসাদুজ্জামান (সভাপতি জি নাইন), কানাডা প্রবাসী সাংবাদিক গাজী সালাহ উদ্দিন মাহমুদ এবং সাংবাদিক ও রাজনীতিবিদ শেখ মহিউদ্দিন আহমেদ।
লাইভ সঞ্চালনা করেছেন এডভোকট শাহ আলম ফারুক, (মানবাধিকার কর্মী ও আইনজীবী ও সম্পাদক (অ:), সোজা কথা ডটকম)।
পুরো অনুষ্ঠানটি দেখা যাচ্ছে ফেইসবুকের এই লিংক এবং ইউটিউব এর এই লিংকে। আগ্রহীরা এ সব লিংকের যে কোন একটিতে পুরো অনুষ্ঠানটি দেখতে পারেন।