সোজা কথা রিপোর্ট: করোনাভাইরাসের নকল টেস্ট নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির যথেষ্ট ক্ষতি হয়েছে। আরব আমীরাত, ইতালীতে নকল সার্টিফিকেট নিয়ে যাওয়া মানুষজনকে ফিরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ধীরে ধীরে সৌদী আরব কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আবারও বিদেশী কর্মীদের জন্য বিমান চলাচল উম্মুক্ত হচ্ছে। এ অবস্থায় কোন বাংলাদেশি যাতে ভূয়া বা নকল সনদ নিয়ে না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, নইলে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।
সোজাকথা ডটকম লাইভ এর ৩৮ তম পর্বে করোনাকালে কেমন আছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার
লন্ডন সময় রাত ৮টা সৌদি আরব ও কুয়েত সময় রাত ১০ টা বাংলাদেশ সময় ১১ সেপ্টেম্বর রাত ১টায় প্রচারিত এ লাইভে অতিথি ছিলেন ওমানের ইবরা হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট ডা: মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক ও এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং মাই টিভি’র কুয়েত প্রতিনিধি ও
বাংলাদেশ টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, কুয়েত এর সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা।
সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কর্মী ও আইনজীবী এবং সোজা কথা ডটকম সম্পাদক (অ:),এডভোকেট শাহ আলম ফারুক।
মাসুদ সেলিম ও আল আমিন রানা জানান-মধ্যপ্রাচ্য বিশেষত: সৌদী ও কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন তাদের আতংকিত হবার কিছু নেই। তারা অনলাইন অ্যাপের মাধ্যমে তাদের ছুটি আকামা সংক্রান্ত সব তথ্য দেখতে পারবেন এবং মালিক/স্পন্সরের সাথে যোগাযোগ রাখলে ভিসার মেয়াদ শেষ হলেও তারা আসতে পারবেন। ইতোমধ্যে সৌদী আরব দু বার বিনা ফি’তে আকামার মেয়াদ বৃদ্ধি করেছে।
বক্তারা বলেন- আমাদের লোকজনকে স্ব স্ব দেশের আইন বিধি নিষেধ মেনে চলতে হবে। করোনার সময়ও দেখা গেছে লোকজন দোকানপাটে কেনাকাটা করতে গিয়ে ‘আড্ডা মারছে’। এ সব কর্মকান্ডে তাদের সম্পর্কে ঐ সব দেশের জনগণ ও প্রশাসনে বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। তারা বলেন -মধ্যপ্রাচ্যের সরকারগুলো প্রবাসী কর্মীদের জন্য যথেস্ট করেছে এবং বাংলাদেশী কর্মীদের মধযপ্রাচ্যে বিশেষ সুনাম আছে।
ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন- কিছু কিছু দূতাবাসের কর্মকর্তা প্রবাসীদের সাথে ‘সাহেব সুবার মত’ তুচ্ছ আচরণ করেন। স্বার্থান্বেষী কিছু মহল সব সময় দূতাবাসের লোকজনকে নানাভাবে তোষামোদ করে বিশেষ সুবিধা আদায় করে, দালাল চক্র গড়ে তোলে।
বলা হচ্ছে দীর্ঘদিন ধরে একই স্টেশনে থাকা দূতাবাস কর্মীদের ঘিরে দালাল চক্র সহ নানাবিধ সিন্ডিকেট গড়ে উঠার সুযোগ সৃষ্টি হয়- সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে ডা: সাজ্জাদ একমত পোষণ করে জানান- বিভিন্নভাবে মানুষকে বিএনপি জামাত জঙ্গি বলে ট্যাগিং করে স্থানীয় সিআইডি সহ বিভিন্ন দফতরে জানিয়ে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে এ ব্যাপারে পদক্ষেপ নিতে দাবি জানান।
বক্তারা সোজা কথা ডটকম’কে এমন অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তা অব্যাহত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানটি প্রচারিত হয় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা Rights First International এর সৌজন্যে।
অনুষ্ঠানটি দেখতে আগ্রহীদের জন্য ইউটিউব লিংক এবং ফেইসবুক লিংক দেয়া হলো।