নিজস্ব প্রতিবেদক
‘তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত, অনশনরত শ্রমিক শারমিনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের‘ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা এগারোটায় সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি মিম আরাফাত মানব বলেন, “শ্রমিক শারমিন আজ থেকে আট বছর আগে তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন। এই রাষ্ট্র তার পুনর্বাসনের জন্য কিছুই করেনি। অধিকার আদায়ে অনশনরত অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। বিনা চিকিৎসায় তার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, এটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকে নিতে হবে।”
ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সমাবেশে বলেন, “এই অবৈধ আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব সরকার নয়, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এই সরকার শ্রমিক মারা সরকার। এই সরকার মানুষ পুড়িয়ে মারা সরকার। এই প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতাকে জ্বলে উঠতে হবে। এই জনবিরোধী শ্রমিকবিরোধী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন তীব্রতর করার মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সাখাওয়াত ফাহাদের উপস্থিতিতে ও সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক আদনান আজিজ চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজিফা জান্নাত প্রমুখ।
সমাবেশ থেকে আগামী ২৮ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় শাহবাগে ছাত্র-শ্রমিক-শিক্ষক-জনতার সমাবেশ অনুষ্ঠিত করার ঘোষণা দেওয়া হয়।