নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
বাঁশখালীতে হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএসএফ মনে করে পুলিশের গুলিবর্ষণের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে জীবন রক্ষার জন্য, কথায় কথায় জীবন কেড়ে নেওয়ার অধিকার দেওয়ার জন্য নয়। শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও সুরক্ষার অধিকার লঙ্ঘন করে তাপ বিদ্যুৎকেন্দ্রে মালিক বেতন-ভাতা প্রদান না করে কাণ্ডজ্ঞানহীনভাবে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চরম দায়িত্বহীনতার কাজ করেছেন। পুলিশ কর্তৃক এভাবে গুলি করে হত্যাও চরম নিন্দনীয়। অনতিবিলম্বে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবির পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, শনিবার সকালে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ পুলিশসহ অন্তত ৩০ জন। আহত শ্রমিকেরা পুলিশকে দায়ী করেছেন। পুলিশের অভিযোগ, বিনা উসকানিতে ইট–পাটকেল ছোড়ায় ঘটনার সূত্রপাত হয়। অন্যদিকে শ্রমিকরা বলেছেন সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে হত্যা করা হয়েছে।
শিল্প গ্রুপ এস আলমের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এখানে অর্থায়ন করেছে।