নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
মাসিক মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন এপ্রিল ২০২১-এ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বলেছে, গত (এপ্রিল) মাসে মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক ও ভয়াবহ। পহেলা মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এপ্রিল, ২০২১ মাসে বিচারবহির্ভূত হত্যাকান্ড, আইন–শৃঙ্খলাবাহিনীর নির্যাতন, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে ঘটেই চলেছে। নারী ও শিশুদের প্রতিসহিংসতা, ধর্ষণ, হত্যা ও পারিবারিক নির্যাতনের চিত্রানুযায়ী তা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ডিজিটাল সিকিউরিটি আইনেমামলা ও গ্রেফতার, সীমান্তে হত্যা–নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সর্বোপরি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাসংকুচিত হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
বিচার বহির্ভুত হত্যা ও আইন–শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতন বিষয়ে পহেলা মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃকসংগৃহিত তথ্য অনুযায়ী এপ্রিল, ২০২১ মাসে কক্সবাজারের টেকনাফের উখিয়াতে বিচারবহির্ভূত হত্যাকান্ডে কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের দু’টি ঘটনা ঘটেছে। বিজিবি’র ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে মো: ইব্রাহীম নামের একজন রোহিঙ্গা যুবকের মৃত্যু ঘটে। উখিয়ার রত্নপালং সীমান্ত এলাকায় বিজিবি’র সাথে অপর বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।এছাড়াও আইন–শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২ এপ্রিল, ২০২১ চাঁদপুরের ফরিদগঞ্জের একাধিক মামলার আসামি রুবেল শাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশের দাবি রুবেল শাহকে গত ১২ মার্চ, ২০২১ গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর চাকু নিয়ে হামলার চেষ্টা করে, এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে রুবেল শাহ আহত হয়। ৩০ এপ্রিল,২০২১ চাপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের হেফাজতে সানাউল হক বিশ্বাস সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পরিবারের দাবি পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে।
এমএসএফ এর প্রতিবেদনে আরো বলা হয়, নওগাঁর পত্নীতলা থানার ওসি সামসুল আলম শাহ এর কার্যালয়ে ১৭ এপ্রিল স্থানীয় এক দম্পতির সমস্যা সমাধানের লক্ষ্যে এক সমঝোতা বৈঠক হয়। বৈঠকে প্রদত্ত প্রতিশ্রুতি স্বামী হামিদুর না মানলে স্ত্রী ফাইমা ২৫ এপ্রিল, ২০২১ তারিখে পুনরায় থানাকে অবহিত করলে থানার এসআই আশরাফুল ইসলাম হামিদুরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। ওসি সামসুল আলম শাহ ক্ষিপ্ত হয়ে হামিদুরকে উপর্যুপরি কিল–ঘুষি এবং লাথি মারতে থাকেন।একপর্যায়ে হামিদুরের মাথা ইটের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। আহত হামিদুরকে থানাহাজতে বন্দি করে রাখা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। ২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় হামিদুর রক্ত বমিশুরু করলে তাকে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, ১৭ এপ্রিল,২০২১ তারিখে ঝালকাঠির রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম স্থানীয় জমিজমা নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে সুমা রাজাপুরের চাড়াখালি গ্রামের কবির হোসেন হাওলাদারের বাড়িতে যান এবং বাইরে দাঁড়িয়ে থেকে অন্যদের ঘরে ঢুকে তল্লাশি করতে বলেন। মালামাল তছনছ করেন পুলিশ সদস্যরা। তাঁর শাশুড়ির একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে চাইলে সুমাসহ সবাইকে অকথ্য ভাষায় গালমন্দ করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এসআই মো. শাহ আলম। এ বিষয়ে সুমা বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পান নাই। বরং এসআই মো. শাহআলম গালমন্দ করে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও আইন প্রয়োগকারী কর্তৃক নির্যাতনের ১০টি ঘটনা গণমাধ্যমসূত্রে পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়।
পুলিশের সাথে সংঘর্ষ শীর্ষক উপশিরোনামে প্রতিবেদনে বলা হয়, ১৭ এপ্রিল ২০২১ তারিখ চট্রগ্রামের বাঁশখালী উপজেলারগন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বেতন–ভাতা নিয়ে বিক্ষোভ চলাকালিন সময়ে পুলিশ–শ্রমিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৭জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত ও অন্তত ৩২ জন গুরুতর আহত হন।স্থানীয় ও সংবাদকর্মীসূত্রে জানা যায়, গুলি করে শ্রমিকদের এ আন্দোলনকে শুরুতেই দমিয়ে দেয়ার একটা চেষ্টা আর এতে প্রমান হয় যে, বাংলাদেশে গুলি করে মানুষ হত্যা করা অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। দেখা গেছে এসব ঘটনার তদন্ত বা অনুসন্ধান বাংলাদেশে বিরল। ফরিদপুরের সালথায় করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন কার্যকর করা নিয়ে ৫ এপ্রিল, ২০২১ তারিখ রাত আটটার দিকে দুই আনসার সদস্য ও ব্যক্তিগত সহকারীকে নিয়ে এসি ল্যান্ড মারুফা সুলতানা ফুকরা বাজারে যান। স্থানীয় লোকজনের অভিযোগ, সেই সময় চা পান করতে আসা জাকির হোসেন নামের এক যুবককে লাঠিপেটা করা হয়। এই ঘটনার জেরে পরে ফুকরা বাজারে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে, পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন।এমন গুজবে শত শত মানুষ গিয়ে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন। পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে জুবায়ের মোল্লা (২২) নিহত হন।
প্রতিবেদনের বাকি অংশ পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো:
শিশু ও নারীর প্রতি সহিংসতা
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এপ্রিল, ২০২১ মাসে করোনামহামারির মধ্যেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতাযেমন; ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনারঅব্যহতভাবে বেড়েই চলেছে যা অত্যন্ত উদ্বেগজনক। এসময়ে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিতহয়েছে যার মধ্যে ধর্ষণের ঘটনা ১৩৭টি, গণধর্ষণ ৩১টি, ধর্ষণ ও হত্যা ৩টি, প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধষর্ণেরশিকার হয়েছে ৯ জন। উল্লেখ্য যে ধর্ষণের শিকার ১৩৭জনের মধ্যে ৭৬ জন শিশু ও কিশোরী রয়েছে। ধর্ষণের চেষ্টা১৫টি, যৌন হয়রানি ২২টি ও শারীরিক নির্যাতনের ২৯টিঘটনা ঘটেছে । এ সময়ে অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছে২জন নারী। এছাড়াও ৩২জন কিশোরীসহ মোট ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। অপহরণের শিকার হয়েছে ৩জনশিশু, ৪জন কিশোরী ও ২ জন নারীসহ মোট ৯ জন।অপরদিকে ১১জন শিশু নিখোঁজ রয়েছে। এছাড়াও এপ্রিল মাসে ৭৫ জন নারী ও শিশু হত্যাকান্ডের শিকার হয়েছেন।গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, তালাক, জমি সংক্রান্ত বিরোধ ইত্যাদিকারণে এ হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে। এ মাসে সামাজিক বিরোধ ও ধর্মান্তরিত হওয়ার ঘটনায় ৯টি পরিবারকে এক ঘরে করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আটজন নবজাত শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় যা অমানবিক ও নিন্দনীয়। এ শিশুদেরকে কি কারণে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিস্ট কর্তৃপক্ষ তা নিরুপনের চেষ্টা না করে, এর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় না এনে, অধিকাংশ ক্ষেত্রে দত্তক দেয়ার মধ্যেই এর সমাধান করার চেষ্টা করছে যা অনাকাংখিত।
সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের লংঘন
মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রেও এ সময়ের চিত্র ছিলউদ্বেগজনক। এ সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে ১০ জন সাংবাদিক নানাভাবে হয়রানি ওনির্যাতনের শিকার হয়েছেন। খুলনা সিটি মেয়র তালুকদারআব্দুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে কথিত অপপ্রচারেরকারণে ২০ এপ্রিল,২০২১ মঙ্গলবার এনটিভির খুলনা ব্যুরোপ্রধান আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করেছে।
মুলাদীতে মাই টিভির উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার
হন। দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা লালমনিরহাট প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন পেশাগত দায়িত্ব পালন করার সময় বিজিবি তাঁকে আটক করে এবং লালমনিরহাটের সীমান্তবর্তী কুলাঘাট ক্যাম্পে নিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করে এবং পরে এক বোতল ফেনন্সিডিল ধরিয়ে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। করোনার এ সংকটকালীনসময়ে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবেবাধা দেয়া হচ্ছে এবং তাদের যেভাবে হয়রানি ওশারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে তা অগ্রহণযোগ্য এবংগণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এপ্রিল মাসে উল্লেখযোগ্য সংখ্যকডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতার করা হয়েছে।বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক অপব্যবহারএসময় নানা উদ্বেগ আর ক্ষোভের জন্ম দিয়েছে। এ সময়ে ৫০টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। একই বক্তব্য প্রদানের জন্য বিশ্ববিদ্যালযের সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানাতে কমপক্ষে ১০ টি মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রীকে নিয়ে কুটক্তি ও ভুয়া অডিও ক্লিপ তৈরী করে ছড়িয়েদেয়ার কথিত অভিযোগে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। বর্তমান সময়ে দন্ডবিধি আইনে মামলা না করে বরং ডিজিটাল সিকিউরিটি আইনের যথেচ্ছ অপব্যবহারের চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
সংখ্যালঘু নির্যাতন
এপ্রিল ২০২১ মাসে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, প্রতিমা ভাংচুর, মন্দিরে হামলা হয়েছে। গণমাধ্যমসূত্রে পাওয়া এমএসএফ এর পরিসংখ্যান অনুযায়ী এ সময়ে ৯টি সংখ্যালঘুনির্যাতনের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তালদর্শী গ্রামের একটি হিন্দু পরিবারের জমি দখল নেয় স্থানীয় প্রভাবশালীরা। এতে বাধা দিতে গিয়ে পরিবারটির তিনজন নারী গুরুতরভাবে আহত হন। অবরুদ্ধ পরিবারটির বিষয়ে খবর পেয়ে প্রশাসনের লোকজন কাটাতাঁরের বেড়া খুলে দেয়। পিরোজপুর পৌর এলাকায় বসবাসকারী মন্ডলপাড়ার রতন মিস্ত্রীর কাছে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে জাকারিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী। সাতক্ষীরার শ্যামনগরে কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করে স্থানীয় একদল বখাটে যুবক। বখাটেদের হামলায় অন্তত আটজন আহত হন। পরবর্তীতে উক্ত বখাটেরা কিশোরীটিকে অপহরণের চেষ্টা করে তাতে বাধা দিতে গেলে আরো তিনজন গুরুতর অহত হন। সুনামগঞ্জের তাহিরপুরের টাকাটুকিয়া গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে উত্ত্যক্ত করায় বর্মণ পাড়ার হিন্দু সম্প্রদায় স্থানীদের নিয়ে সালিসে বসে এবং সেখানে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করে। পরে আবারো বখাটেরা মেযেদের উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে দেবেন্দ্র বর্মণের ছেলে সঞ্চিত বর্মণকে একা পেয়ে বখাটেরা মারধর করে। সঞ্চিত বর্মণের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে তাঁদের ওপর হামলা চালায় বখাটেরা। পড়ে আবারও বখাটেরা ২০-২৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে দেবেন্দ্র বর্মণের বাড়িতে হামলা চালায়।
গনপিটুনি
এপিল, ২০২১ মাসের অন্যতম একটি উদ্বেগজনক বিষয় ছিল গণপিটুনিতে অনেক মানুষের হতাহতের ঘটনা। প্রচলিত আইনে এগুলোকে বিচারবর্হিভূত হত্যাকান্ড বলে বিশেষজ্ঞরা মনে করেন। এমএসএফ এর পরিসংখ্যানঅনুযায়ী এ মাসে গনপিটুণিতে ৮ জন নিহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করলে ক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দিয়ে ঘাতক রাসেলেকে হত্যা করে। ফরিদপুরের সদর উপজেলার পশরা গ্রামে রাত দেড়টার দিকে দিলীপ বিশ্বাসের বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পান। তাদের চোর সন্দেহ হলে বাড়ির লোকজন চিৎকার দেয়। এতে গ্রামবাসী এগিয়ে আসেন। চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অজ্ঞতনামা একজনকে আটক করে এবং গনপিটুনি দেয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নিলে সে মারা যায়। হবিগঞ্জের লাখাই উপজেলার শুনিপুর গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় ১০ এপ্রিল, ২০২১ তারিখ দিবাগত রাতে ডাকাতদের ধাওয়াকরে ২জনকে আটক করে গনধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
এপ্রিল, ২০২১ মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার প্রেক্ষিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক ও ভয়াবহ। দেশের মানবাধিকার রক্ষায় একটি গ্রহণযোগ্য মান বজায় রাখা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ে সরকারের কাছে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাতি, ধর্ম, শ্রেনী নির্বিশেষে সকলের মর্যাদাপূর্ণ ও সম–অধিকার নিশ্চিত করার জন্য সরকারের আরও আন্তরিক ও দৃশ্যমান ভূমিকা পালন করা আবশ্যক বলে এমএসএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
তথ্যসূত্র বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে : প্রথম আলো, ডেইলি ষ্টার, কালের কন্ঠ, আমাদেরসময়,বাংলাদেশ প্রতিদিন, দেনিক মানবজমিন, সমকাল, ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন ও অন্যান্য জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপরোক্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাছাড়াও প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ১ এপ্রিল, ২০২১ থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়েছে।